চিমার দলের বিরুদ্ধে তিন গোলের জয়ে ঝলক দেখালেন বোয়া

Updated By: Aug 17, 2014, 07:27 PM IST
চিমার দলের বিরুদ্ধে তিন গোলের জয়ে ঝলক দেখালেন বোয়া

মোহনবাগান (৩) পুলিস এসি (০)
(জেজে,সাবেথ,কাতসুমির)

ওয়েব ডেস্ক: অভিষেক ম্যাচে চমক নয়, ঝলক দেখালেন  মোহনবাগানের মার্কি ফুটবলার পিয়েরো বোয়া। তবে মরসুমের দ্বিতীয় ম্যাচেই ট্রফি খরা কাটাবার ইঙ্গিত দিল সুভাষের মোহনবাগান। ফল স্বরূপ তিন গোলে চিমার পুলিস এসি-কে হারিয়ে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত করে ফেললেন কাতসুমিরা।

ম্যাচের আগে পুলিস কোচ চিমা যতটা হুঙ্কার দিয়েছিলেন,তার ছিঁটেফোঁটাও দেখা যায়নি পুলিস ফুটবলারদের খেলায়। ফলে ম্যাচের শুরু থেকেই রাশ নিজেদের হাতে নিয়ে নেয় মোহনবাগান। সবুজ-মেরুনের পাসিং ফুটবলের সামনে তখন কার্যত দিশেহারা দেখাচ্ছিল পুলিস ডিফেন্সকে। প্রথম বারো মিনিটের মধ্যেই দুগোলে এগিয়ে যায় মোহনবাগান।

পরপর দুম্যাচে গোল করলেন জেজে। গত ম্যাচে অসংখ্য সুযোগ নষ্ট করলেও রবিবাসরীয় যুবভারতীতে গোল পান সাবেথও। বোয়া,সাবেথরা আরও গোলের সুযোগ নষ্ট না করলে প্রথমার্ধেই পাঁচ গোলে এগিয়ে যেতে পারত মোহনবাগান। তবে সবুজ-মেরুনের পাসিং ফুটবল মাঝে মধ্যেই হারিয়ে গেছে কাতসুমিদের পা থেকে।

এদিন মোহনবাগান মাঝমাঠে দুরন্ত খেলেন জাপানি কাতসুমি। তবে সুপার সানেডেতে যাবতীয় আকর্ষণ ছিল বোয়াকে ঘিরে। গোল না পেলেও চ্যাম্পিয়ন্স লিগের মত টুর্নামেন্টে খেলার ঝলক প্রথমদিন দিয়ে রাখলেন ক্যামেরুনের তারকা স্ট্রাইকার। বোয়ার পরিবর্ত হিসাবে নেমে পেনাল্টি থেকে গোল পান বলবন্ত সিংও। সবমিলিয়ে  ক্রমেই উন্নতির ইঙ্গিত দিচ্ছে সুভাষিত মোহনবাগান।

.