কথা রাখলেন কর্তারা; কোচ-ফুটবলারদের বকেয়া বেতন মিটিয়ে দিল মোহনবাগান ক্লাব
শুক্রবার এটিকে-মোহনবাগানের প্রথম বোর্ড মিটিং। তার আগেই যাবতীয় বকেয়া মিটিয়ে দিলেন মোহনবাগান কর্তারা।
নিজস্ব প্রতিবেদন: মোহনবাগানে কোচ-ফুটবলারদের বকেয়া বেতন সমস্যা মিটল। কথা রাখলেন সবুজ-মেরুন কর্তারা। নির্ধারিত সময়ের অনেক আগেই বেইটিয়াদের বকেয়া বেতন মিটিয়ে দিলেন তাঁরা।
শুক্রবার এটিকে-মোহনবাগানের প্রথম বোর্ড মিটিং। তার আগেই যাবতীয় বকেয়া মিটিয়ে দিলেন মোহনবাগান কর্তারা। কোচ- ফুটবলারদের সঙ্গে সাপোর্ট স্টাফদেরও যাবতীয় বকেয়া মিটিয়ে দেওয়া হয়েছে। করোনা পরিস্থিতির মধ্যে মোহনবাগান কর্তারা ফুটবলারদের এসএমএস করে জানিয়েছিলেন, যে দুই কিস্তিতে তাদের বকেয়া মেটানো হবে। সেই মতোই ১৬ জুন বকেয়া বেতনের ৫০% মিটিয়ে দেওয়া হয়। বেতনের বাকি অংশ মেটাবার ডেডলাইন ছিল ২০ জুলাই। তার অনেক আগেই মঙ্গলবার কোচ-ফুটবলার-সাপোর্ট স্টাফদের যাবতীয় টাকা মিটিয়ে দেন সবুজ-মেরুন কর্তারা।
করোনা আবহের মধ্যেও সবাইকে চুক্তি মতোই বেতন দেওয়া হয়েছে। ফেডারেশন, আই লিগ চ্যাম্পিয়নশিপের পুরস্কার মূল্য মিটিয়ে দিলে ঘোষণামতো ফুটবলারদের ইন্সেন্টিভও দিয়ে দেওয়া হবে বলে দাবি করেছেন মোহনবাগানের অর্থসচিব দেবাশিষ দত্ত।
আরও পড়ুন -করোনার কারণে থমকে সুনীলদের প্রস্তুতি; সাহায্যের হাত বাড়িয়ে দিল ক্রোয়েশিয়া