ইম্ফলে নৌকাডুবি, হার বাগানের
নেরোকার কাছে এক-দুই গোলে হেরে লিগ তালিকায় চেন্নাইকে ছুঁয়ে ফেলার সুযোগ হারাল শঙ্করলাল ব্রিগেড।
নিজস্ব প্রতিবেদন: পাহাড়ে হার মোহনবাগানের। চলতি আই লিগে কলকাতার বাইরে এটাই প্রথম হার সবুজ-মেরুনের।
আরও পড়ুন- কোহলি তুমি ব্যর্থ বীর্য, বিরাটকে নজিরবিহীন আক্রমণ অজি দর্শকদের
নেরোকার কাছে এক-দুই গোলে হেরে লিগ তালিকায় চেন্নাইকে ছুঁয়ে ফেলার সুযোগ হারাল শঙ্করলাল ব্রিগেড। ফের একবার খারাপ ডিফেন্স আর জঘন্য গোলকিপিংয়ের জন্য ডুবতে হল মোহনবাগানকে। হেনরির গোলে সমতা ফিরিয়েও শেষ রক্ষা হল না। সৌরভ দাস আর অভিষেক আম্বেকরের জায়গায় ডারেন আর গুরজিন্দরকে খেলিয়ে দল সাজিয়েছিলেন শঙ্কর। খেলার চব্বিশ মিনিটে খেলার গতির বিরুদ্ধেই পিছিয়ে পরতে হয় বাগানকে। ইম্ফলে বাজিমাত করে দুই প্রাক্তন মোহনবাগানির যুগলবন্দী।
আরও পড়ুন- ধোনির কথা বলে বলে একটানা পন্থকে স্লেজিং করে গেলেন অজি অধিনায়ক পেন
কাতসুমির কর্নার থেকে গোল করে যান এডু। গোলের ক্ষেত্রে ফের একবার কাঠগড়ায় বাগানের ডিফেন্স আর গোলকিপার শঙ্কর রায়। দ্বিতীয়ার্ধে হেনরির গোলে সমতায় ফেরে সবুজ-মেরুন। হেডে গোল করে বাগানকে সমতায় ফেরান উগান্ডার স্ট্রাইকার। তবে শেষরক্ষা হয়নি। আবারও সেটপিস থেকে গোল হজম করতে হয় বাগানকে। জটলার মধ্যে থেকে গোল করে যান অ্যারন উইলিয়ামস। বাগান গোললাইনে তখন দুজন ডিফেন্ডার। জায়গায় নেই গোলকিপার শঙ্কর রায়। দশ ম্যাচে পনেরো পয়েন্ট পেয়ে পাঁচ নম্বরেই থাকল মোহনবাগান।