ভয়ে অনুশীলনে ছুটি ওডাফাদের, মন উড়ু উড়ু ফুটবলারদের

বর্ষবরণের ছুটি নাকি সমর্থকদের ভয়? নির্বাসিত মোহনবাগানের অনুশীলন থেকে আগামি সোম ও মঙ্গলবার ছুটি দেওয়া হল ফুটবলারদের। কারণ অবশ্য এখনও কিছুই জানানো হয়নি। বিশেষ সূত্রের খবর,অবশ্য সমর্থকদের বিক্ষোভের ভয়েই নাকি এই সিদ্ধান্ত। নির্বাসনের পর দুদিন ধরে মোহনবাগান সমর্থকরা ক্লাবতাঁবুতে এসে বিক্ষোভ দেখাচ্ছেন। এমনকি ক্লাবের সচিব ও অর্থসচিবও রেহাই পাননি এই বিক্ষোভ থেকে।

Updated By: Dec 30, 2012, 09:56 PM IST

বর্ষবরণের ছুটি নাকি সমর্থকদের ভয়? নির্বাসিত মোহনবাগানের অনুশীলন থেকে আগামি সোম ও মঙ্গলবার ছুটি দেওয়া হল ফুটবলারদের। কারণ অবশ্য এখনও কিছুই জানানো হয়নি। বিশেষ সূত্রের খবর,অবশ্য সমর্থকদের বিক্ষোভের ভয়েই নাকি এই সিদ্ধান্ত। নির্বাসনের পর দুদিন ধরে মোহনবাগান সমর্থকরা ক্লাবতাঁবুতে এসে বিক্ষোভ দেখাচ্ছেন। এমনকি ক্লাবের সচিব ও অর্থসচিবও রেহাই পাননি এই বিক্ষোভ থেকে।
ফলে ফুটবলারদের নিরাপত্তার দিক খতিয়ে দেখেই এই সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেমেন্ট। বুধবার থেকে আবার অনুশীলনে নামবে মোহনবাগান। বুধবার ভারত-পাকিস্তান দুদলই দ্বিতীয় একদিনের ম্যাচের আগে শেষ অনুশীলন করবে,সেই সময় থাকবে কড়া নিরাপত্তাও। সেইসময় সমর্থকদের ফুটবলারদের ঘিরে বিক্ষোভ দেখানোর সম্ভাবনা কম। কর্তারা নিজেরা বিক্ষোভের মুখে পড়ায় নিজেরা আতঙ্কিত ফুটবলারদের কথা ভেবে। এদিকে দলের বেশ কয়েকজন ফুটবলার নিজেদের ফুটবল কেরিয়ার নিয়ে বেশ চিন্তায়। সূত্রের খবর,বেশ কয়েকজন ফুটবলার নাকি ইতিমধ্যেই অন্যান্য ক্লাবের সঙ্গে কথাও শুরু করে দিয়েছেন। শুধু তাই নয়, ফুটবলারদের জন্য তৈরি ফুটবল প্লেয়ার্স অ্যাসোশিয়েসনের সঙ্গে যোগাযোগ রাখছেন মোহনবাগানের কেউ কেউ।
 

.