গতবারের চ্যাম্পিয়নদের হারাতে পারল না মোহনবাগান
মরসুমের চতুর্থ ম্যাচেও জয় অধরা থাকল মোহনবাগানের। আই লিগের দ্বিতীয় ম্যাচে চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে ড্র করল মোহনবাগান। গোয়ায় গতবারের চ্যাম্পিয়ন চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে গোলশূণ্যভাবে ড্র করল করিম বেঞ্চারিফার দলের ছেলেরা।
মোহনবাগান (০) চার্চিল ব্রাদর্স (০)
মরসুমের চতুর্থ ম্যাচেও জয় অধরা থাকল মোহনবাগানের। আই লিগের দ্বিতীয় ম্যাচে চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে ড্র করল মোহনবাগান। গোয়ায় গতবারের চ্যাম্পিয়ন চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে গোলশূণ্যভাবে ড্র করল করিম বেঞ্চারিফার দলের ছেলেরা।
তবে ওডাফাহীন মোহনবাগানকে গোল করার যে লোকর অভাব সেটা এই ম্যাচে স্পষ্ট হল। গোলের বেশকিছু সহজ সুযোগ নষ্ট করলেন বাগানের স্ট্রাইকরার। বেঙ্গালুরু এফসি ম্যাচে গোল করা সাবিথকে প্রথম একাদশে রাখেননি করিম।
আই লিগে দু ম্যাচে মোহনবাগানের পয়েন্ট দাঁড়াল দুই।
সুভাষ ভৌমিক এই চার্চিলকে আই লিগে চ্যাম্পিয়ন বানিয়েছিলেন, এ বার তাদের দেখে দারুণ কিছু মনে হল না। সালগাওকরের কাছে হারের পর এদিন মোহনবাগানের কাছে ড্র করায় দু ম্যাচে এক পয়েন্ট পেল।