Mohun Bagan: রিমুভ এটিকে আন্দোলন নিয়ে সৃঞ্জয় বসু-দেবাশিস দত্ত কাজিয়া প্রকাশ্যে

Mohun Bagan: এরমধ্যে আবার এই ইস্যু নিয়ে মুখ খুললেন সবুজ-মেরুনের বর্তমান সহ সভাপতি কুণাল ঘোষ। তিনিও একটি প্রেস বিবৃতি জারি করেছেন। এবং লিখেছেন, '১০.১০.২০২২ তারিখে প্রচারিত মোহনবাগান ক্লাবের বিবৃতির বয়ানের সঙ্গে অনেকাংশেই একমত নই। এবিষয়ে এক্সিকিউটিভ কমিটিতে কোনও আলোচনা হয়নি। বিষয়টি গুরুত্বপূর্ণ। এনিয়ে যথেষ্ট আলোচনা ও পদক্ষেপের প্রয়োজন আছে। ক্লাবের সদস্য, সমর্থকদের আবেগকে সর্বাধিক অগ্রাধিকার দেওয়া তখনও প্রয়োজন ছিল, এখনও প্রয়োজন।' 

Updated By: Oct 10, 2022, 11:04 PM IST
Mohun Bagan: রিমুভ এটিকে আন্দোলন নিয়ে সৃঞ্জয় বসু-দেবাশিস দত্ত কাজিয়া প্রকাশ্যে
সৃঞ্জয় বসু -দেবাশিস দত্ত কাজিয়া প্রকাশ্যে চলে এল।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রিমুভ এটিকে (Remove ATK) আন্দোলন এবার সৃঞ্জয় বসু (Srinjoy Bose)-দেবাশিস দত্ত (Debashis Dutta) কাজিয়া প্রকাশ্যে চলে এল। এতদিন সোশ্যাল মিডিয়াতেই সীমাবদ্ধ ছিল যাবতীয় বিপ্লব। তবে এবার সবুজ-মেরুনের দুই শীর্ষ কর্তার ঝামেলা সবার সামনে চলে এল। ক্লাবের প্রেস বিবৃতি এবং এর জেরে সৃঞ্জয়ের পালটা প্রেস বিবৃতিতে সরগরম ময়দান। সোমবার আইএসএল অভিযান শুরু করেই ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনের হারের মুখ দেখেছে এটিকে মোহনবাগান। চেন্নাইয়ন এফসি-র কাছে ১-২ ব্যবধানে হেরে গিয়েছে সবুজ-মেরুন। এমন অবস্থায় সৃঞ্জয়-দেবাশিসের কাজিয়া অন্য মাত্রা যোগ করল। 

রবিবার মোহনবাগানের সচিব দেবাশিস দত্তর বাড়ির সামনে বিক্ষোভে সামিল হয়েছিলেন একঝাঁক সবুজ-মেরুন সমর্থক। চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতে তা নিয়েই জোর কোন্দল শুরু হয়ে গেল বাগানের অন্দরমহলে। মোহনবাগানের তরফে প্রেস বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হল, এটিকের (ATK) সঙ্গে মোহনবাগানের সংযুক্তিকরণের সময় ক্লাবের সচিব ছিলেন না দেবাশিস। সেই প্রেস বিবৃতিতে পরিষ্কার ছিল যে, প্রাক্তন সচিব সৃঞ্জয় বসুর বল ঠেলে দিয়ছেন বর্তমান প্রশাসকরা। তবে চুপ করে থাকেননি সৃঞ্জয়। তিনিও পালটা প্রেস বিবৃতি দিয়ে বিস্ফোরণ ঘটালেন। 

পড়ুন, বাঙালির প্রাণের উৎসবে আমার 'e' উৎসব। Zee ২৪ ঘণ্টা ডিজিটাল শারদসংখ্যা

ক্লাবের সহসচিব ও প্রাক্তন ফুটবলার সত্যজিৎ চট্টোপাধ্যায়ের সই করা প্রেস বিবৃতিতে লেখা হয়েছে, ‘যে ভাবে বর্তমান সচিবের বাড়ির সামনে বিক্ষোভ চালানো হয়েছে, তা একেবারেই মেনে নেওয়া যায় না। সচিব দেবাশিস দত্ত ও সভাপতি স্বপ্ননসাধন বসুকে যেভাবে টার্গেট করা হচ্ছে, তা কোনও ভাবেই সমর্থনযোগ্য নয়। উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মোহনবাগান ক্লাবের সম্মানহানির চেষ্টা করছে কেউ কেউ। শুধু তাই নয়, বিক্ষোভের সময় কটুক্তি ও আপত্তিকর শব্দ ব্যবহার করা হয়েছে। তাতে ক্লাবের ঐতিহ্য ব্যাপক ভাবে ক্ষুণ্ণ হয়েছে।' 

মোহনবাগান এটিকের সংযুক্তিকরণের সময় সচিব পদে ছিলেন না দেবাশিস, সেটাও দাবি করেছেন কর্তারা। প্রেস বিবৃতিতে আরও লেখা হয়েছে, ‘এটিকের সঙ্গে যখন ক্লাবের চুক্তি সাক্ষর হয়েছিল, তখন সচিব ছিলেন না দেবাশিস। তখনকার কার্যকরী সমিতি সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আর সেই কারণেই বর্তমান সচিবকে ওই চুক্তির জন্য দায়ী করার কোনও মানে হয় না। এই পরিস্থিতিতে আমরা সবাই সচিব দেবাশিস দত্ত ও সভাপতি স্বপ্ননসাধন বসুর পাশে দাঁড়াচ্ছি।’

আরও পড়ুন: ATK Mohun Bagan, ISL 2022-23 : দিশাহীন ফুটবল! ফ্লাডলাইট বন্ধ হয়ে যাওয়া যুবভারতীর মতোই হেরে অন্ধকারে ডুবল এটিকে মোহনবাগান

আরও পড়ুন: Virat Kohli: 'কিং কোহলি' থেকে 'মাস্টার ব্লাস্টার', কোন কিংবদন্তিরা রেস্তোরাঁর মালিক? ছবিতে দেখুন

এই নিয়েই পাল্টা বিবৃতি দিলেন প্রাক্তন বাগান সচিব। সৃঞ্জয়ের জোরালো দাবি, দেবাশিসকে আড়াল করতে গিয়ে ভুল তথ্য পরিবেশ করা হচ্ছে। সৃঞ্জয় লিখেছেন, ‘আমিও মনে করি, ময়দানের প্রতিবাদ কারও ব্যক্তিগত বাড়ির সামনে হওয়া ঠিক নয়। কিন্তু ক্লাবের প্রেস বিবৃতিতে যা লেখা হয়েছে, তা মেনে নিতে পারছি না। বলা হয়েছে, এটিকের সঙ্গে যখন সংযুক্তিকরণ হয়েছিল, তখন সচিব ছিলেন না দেবাশিস দত্ত। আগের কার্যকরী কমিটিতে পাস হওয়া সিদ্ধান্ত তিনি ফলো করছেন। ক্লাব কিন্তু প্রেস রিলিজে একেবারে ভুল তথ্য পরিবেশেন করছে। মার্জারের সময় ক্লাবের কার্যকরী কমিটিতে যাঁরা ছিলেন, বেশিরভাগ সদস্য এবারও আছেন। তাঁরা অনেকেই জানেন, আসল সত্যটা। ক্লাবের কার্যকরী কমিটি সর্বসম্মতিক্রমে আমাকে আর দেবাশিস দত্তকে দায়িত্ব দিয়েছিল, পুরো ইস্যুটা নিয়ে এটিকের সঙ্গে আলোচনা করার জন্য। সেই আলোচনায় সমান দায়িত্ব দেবাশিস দত্তরও ছিল। চুক্তিপত্রে ফুটবল টিমের তৎকালীন কোম্পানির তরফে আমি এবং দেবাশিস দত্ত দু’জনেই সই করেছিলাম “ডিরেক্টর” হিসেবে। তাই, চুক্তিপত্রের সময় কে সচিব আর কে অর্থসচিব সেটা গুরুত্বপূর্ণ ছিল না।’

এতেই শেষ নয়। সৃঞ্জয় একই সঙ্গে বলে দিচ্ছেন, ‘পদত্যাগ করার আগে, আমি ও দেবাশিস দত্ত ইনভেস্টর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছিলাম, নাম পরিবর্তনের নিয়ে। ক্লাব চাইলে আমি এখনও যে কোনও আলোচনায় যেতে প্রস্তুত। সদস্য-সমর্থকরাই ক্লাবের মেরুদণ্ড। আমি বিশ্বাস করি, তাঁদের আবেগ এবং চাহিদাকে ক্লাব এবং ইনভেস্টর যথাযথ সম্মান দেবে।’

এরমধ্যে আবার এই ইস্যু নিয়ে মুখ খুললেন সবুজ-মেরুনের বর্তমান সহ সভাপতি কুণাল ঘোষ। তিনিও একটি প্রেস বিবৃতি জারি করেছেন। এবং লিখেছেন, '১০.১০.২০২২ তারিখে প্রচারিত মোহনবাগান ক্লাবের বিবৃতির বয়ানের সঙ্গে অনেকাংশেই একমত নই। এবিষয়ে এক্সিকিউটিভ কমিটিতে কোনও আলোচনা হয়নি। বিষয়টি গুরুত্বপূর্ণ। এনিয়ে যথেষ্ট আলোচনা ও পদক্ষেপের প্রয়োজন আছে। ক্লাবের সদস্য, সমর্থকদের আবেগকে সর্বাধিক অগ্রাধিকার দেওয়া তখনও প্রয়োজন ছিল, এখনও প্রয়োজন।' 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.