পাঁচ গোলে জয়ী মোহনবাগান
পাঁচের পরেই পাঁচ। ডেম্পোর কাছে পাঁচ গোলে হারের পরের ম্যাচেই মুম্বই এফ সি-কে পাঁচ-এক গোলে হারিয়ে ঘুরে দাঁড়াল সুব্রত-প্রশান্তর মোহনবাগান। গোয়ার দলটির কাছে লজ্জাজনক হারের পর সুনীল,নবিদের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন উঠেছিল।
পাঁচের পরেই পাঁচ। ডেম্পোর কাছে পাঁচ গোলে হারের পরের ম্যাচেই মুম্বই এফ সি-কে পাঁচ-এক গোলে হারিয়ে ঘুরে দাঁড়াল সুব্রত-প্রশান্তর মোহনবাগান। গোয়ার দলটির কাছে লজ্জাজনক হারের পর সুনীল,নবিদের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন উঠেছিল। পুণেতে সবকিছুর জবাব দিল মোহনবাগানের তারকাবিহীন দল। চোটের জন্য ছিলেন না ওডাফা-ব্যারেটো-আনোয়ারের মত প্রথম একাদশের একঝাঁক ফুটবলার। কিন্তু আই লিগের সুপার সানডেতে মুম্বই এফ সি-র বিরুদ্ধে নিজেদের ছাপিয়ে গেলেন লিমা,জুয়েল রাজারা। প্রথমার্ধের মাঝামাঝি দুরন্ত হেডে গোল করে মোহনবাগানকে এগিয়ে দেন রহিম নবি।কিছুক্ষণের মধ্যেই ফ্রিকিক থেকে মোহনবাগানের হয়ে ব্যবধান বাড়ান সুনীল ছেত্রী।আই লিগে জাতীয় দলের স্ট্রাইকারের এটি প্রথম গোল।দ্বিতীয়ার্ধে অসীমের গোল মোহনবাগানের জয় নিশ্চিত করে দেয়।মোহনবাগানের আক্রমনাত্মক ফুটবলের সামনে কার্যত আত্মসমর্পন করতে হয় মুম্বইয়ের দলটিকে। অনবদ্য শটে মোহনবাগানের হয়ে চতুর্থ গোলটি করেন জুয়েল রাজা শেখ। খেলা শেষ হওয়ার কয়েক মিনিট আগে সুনীলের গোলে পাঁচ-শূন্যয় এগিয়ে যায় মোহনবাগান। কিন্তু ইনজুরি টাইমে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান মুম্বই এফ সি-র সুকোর। পাঁচ গোলে হারের পরের ম্যাচেই প্রতিপক্ষকে পাঁচ গোলে হারানোর রেকর্ড ভারতীয় ফুটবলে আর নেই। সুব্রত-প্রশান্ত জমানায় সেই রেকর্ডও করে ফেলল মোহনবাগান।