স্পেনের স্পোর্টিং ডিরেক্টর হলেন হোসে মোলিনা

স্প্যানিশ গোলরক্ষক মোলিনা ১৯৯৬ থেকে ২০০০ সালের মধ্যে জাতীয় দলের হয়ে ন'টি ম্যাচ খেলেন।

Updated By: Jul 9, 2018, 04:14 PM IST
স্পেনের স্পোর্টিং ডিরেক্টর হলেন হোসে মোলিনা

নিজস্ব প্রতিবেদন : বিশ্বকাপের একদিন আগে কোচহীন হয়ে পড়ে রামোস, পিকেরা। তখন জুলেন লোপেতেগুইয়ের বদলে অন্তর্বতীকালীন কোচের দায়িত্ব নিয়েছিলেন স্পেনের স্পোর্টিং ডিরেক্টর ফার্নান্দো হিয়েরো। বিশ্বকাপ থেকে ছিটকে যেতেই দায়িত্ব থেকে সরে দাঁড়ান হিয়েরো। হিয়েরোর পরিবর্তে স্পোর্টিং ডিরেক্টর হিসেবে হোসে মোলিনাকে নিয়োগ করল স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশন।

আরও পড়ুন - ফের কোচহীন হল স্পেন

স্প্যানিশ গোলরক্ষক মোলিনা ১৯৯৬ থেকে ২০০০ সালের মধ্যে জাতীয় দলের হয়ে ন'টি ম্যাচ খেলেন। মোলিনা তাঁর ফুটবল কেরিয়ারে দীর্ঘসময় অ্যাটলেটিকো মাদ্রিদ এবং দেপোর্তিভো লা করুনার সঙ্গে যুক্ত ছিলেন। ২০০৯ সাল থেকে কোচিং শুরু করেন তিনি। ২০১৬-১৭ মরশুমে আইএসএলে অ্যাটলেটিকো কলকাতাকে চ্যাম্পিয়ন করেছিলেন কোচ হোসে মোলিনা।

আরও পড়ুন - এবার কি বেকহ্যামকে ডিনার খাওয়াবেন ইব্রা?

বিশ্বকাপের শেষ ষোলোয় রাশিয়ার কাছে টাইব্রেকারে হেরে ছিটকে যায় স্পেন। তার পরেই হিয়েরোর পদত্যাগ। এবার সেই শূন্যস্থানে এলেন হোসে ফ্রান্সিসকো মোলিনা।

.