বীরুর ব্যাকরণ ঠিক করতে গিয়ে বিপাকে ব্রিটিশ সাংবাদিক!
ভারতের কাছে ইংল্যান্ডের হার। বিশ্বকাপের মঞ্চে ব্রিটিশদের মাথা ভেঙে দিয়েছে ভারতীয়রা। কাবাডি বিশ্বকাপে ভারতের কাছে হেরেই কার্যত বিশ্ব জয়ের স্বপ্নভঙ্গ হয়েছে ইংল্যান্ডদের। ভারত ৬৯ পয়েন্ট। বিপরীতে ২০ পয়েন্টও তুলতে পারেনি ইংল্যান্ড। নির্ধারিত সময়ে ব্রিটিশরা ভারতের বিরুদ্ধে তোলে মাত্র ১৮ পয়েন্ট। এরপরই টুইট করেন 'টুইট জগতের বীর' বীরু। বীরেন্দ্র সেওয়াগের টুইট, "England Loose in a World cup again..."। এই টুইটের প্রতিবার্তায় ব্রিটিশ সাংবাদিক মর্গান, It's 'Lose'- এই টুইট করেন। ব্যাস! এতেই ব্রিটিশ সাংবাদিক মর্গান পড়ে যান বিপাকে। বীরুর ফলোয়ারের কাছে ট্রোল হতে হয় তাঁকে।
ওয়েব ডেস্ক: ভারতের কাছে ইংল্যান্ডের হার। বিশ্বকাপের মঞ্চে ব্রিটিশদের মাথা ভেঙে দিয়েছে ভারতীয়রা। কাবাডি বিশ্বকাপে ভারতের কাছে হেরেই কার্যত বিশ্ব জয়ের স্বপ্নভঙ্গ হয়েছে ইংল্যান্ডদের। ভারত ৬৯ পয়েন্ট। বিপরীতে ২০ পয়েন্টও তুলতে পারেনি ইংল্যান্ড। নির্ধারিত সময়ে ব্রিটিশরা ভারতের বিরুদ্ধে তোলে মাত্র ১৮ পয়েন্ট। এরপরই টুইট করেন 'টুইট জগতের বীর' বীরু। বীরেন্দ্র সেওয়াগের টুইট, "England Loose in a World cup again..."। এই টুইটের প্রতিবার্তায় ব্রিটিশ সাংবাদিক মর্গান, It's 'Lose'- এই টুইট করেন। ব্যাস! এতেই ব্রিটিশ সাংবাদিক মর্গান পড়ে যান বিপাকে। বীরুর ফলোয়ারের কাছে ট্রোল হতে হয় তাঁকে।
England loose in a World Cup again.Only the sport changes.This time it's Kabaddi.
India thrash them 69-18.All the best for semis
#INDvENG— Virender Sehwag (@virendersehwag) October 18, 2016
@piersmorgan @virendersehwag the other "O" is probably a zero that English sports fraternity stands for..be it football,cricket or anything.
— Amit Achhpal (@sindhisindhi19) October 18, 2016
Well, who better to ask for the spelling of 'lose' than an English Cricket Fan. https://t.co/k1HynTouwB
— #TeamViru (@KyaUkhaadLega) October 18, 2016