গাড়ির ভিতরে আস্ত মসজিদ! হাজার হাজার মুসলিম খেলোয়াড়ের জন্য অভিনব উদ্যোগ
৪৮ স্কোয়ার মিটার-এর প্রার্থনা হল থাকবে সেই গাড়ির ভিতর।
নিজস্ব প্রতিবেদন : চলতি বছরের শেষের দিকেই হাজার হাজার মুসলিম খেলোয়াড় ও সাপোর্ট স্টাফ হাজির হবেন টোকিওতে। অলিম্পিক গেমসের জন্য অনেক আগে থেকেই প্রস্তুতি শুরু করেছে আয়োজকরা। আর এবার এমন একটি উদ্যোগ তারা নিচ্ছে যেটা আগে কখনও অলিম্পিক গেমসে দেখা যায়নি। ভিলার ভিতর একেক জায়গায় একেকটি দেশের অ্যাথলিটরা থাকবেন। থাকবেন হাজার হাজার মুসলিম খেলোয়াড় সাপোর্ট স্টাফ। তাদের মধ্যে অনেকেই দিনে একাধিকবার নমাজ পড়েন। কিন্তু গেমস চলাকালীন তো তাঁদের পক্ষে মসজিদে যাওয়া সম্ভব হবে না। তা হলে তাঁরা নমাজ পড়বেন কোথায়!
অলিম্পিক আয়োজকরা এবার ভ্রাম্যমান মসজিদ তৈরি করেছেন। অর্থাত্ গাড়ির ভিতর থাকবে আস্ত মসজিদ। সেখানে নমাজ পড়তে পারবেন মুসলিম খেলোয়াড় ও সাপোর্ট স্টাফরা। অ্যাথলিট ভিলেজ-এও প্রার্থনা হল থাকবে। তবে অনেকেই চাইলে সেই ভ্রাম্যমান মসজিদে প্রার্থনা করতে পারেন। ৪৮ স্কোয়ার মিটার-এর প্রার্থনা হল থাকবে সেই গাড়ির ভিতর। কখনও সেই গাড়ি পার্ক করা থাকবে। কখনও আবার সেটি ভিলেজে ঘুরে বেড়াবে। গাড়িটির বাইরের অংশে জলের কল লাগানো থাকবে। নমাজ পড়তে ঢোকার আগে মুসলিম সম্প্রদায়ের খেলোয়াড়রা হাত-পা ধুতে পারবেন।
আরও পড়ুন- গায়ের রঙ কালো বলে কটাক্ষ! কৃষ্ণাঙ্গ ক্রিকেটারের বক্তব্যে উঠছে প্রশ্ন
২০১৮ সালের শেষ পর্যন্ত গোটা জাপানে ১০৫টি মসজিদ ছিল। তবে সেগুলি দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ি ছিটিয়ে রয়েছে। কিছু দেশের অনেক অ্যাথলিট অলিম্পিকে আসবেন যাঁরা দিনে পাঁচবার নমাজ পড়েন। তাঁদের পক্ষে গেমস চলাকালীন সব সময় মসজিদে যাওয়া সম্ভব হবে না। তখন আস্ত মসজিদ চলে আসবে তাঁদের কাছে। প্রসঙ্গত, ২৪ জুলাই থেকে ৯ অগাস্ট পর্যন্ত চলবে অলিম্পিক গেমস।