MS Dhoni: 'ওর বিরাট পেট'! ২০ কেজি কমালেই সুযোগ দলে, কাকে শর্ত মাহির?
MS Dhoni Says IF Mohammad Shahzad Loses 20kg Then He Will Pick Him In IPL: ধোনির দলে নিতে কোনও আপত্তি নেই। কিন্তু তার আগে এই ক্রিকেটারকে কমাতে হবে ২০ কেজি ওজন।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আফগানিস্তানের (Afghanistan) প্রাক্তন অধিনায়ক আসগার আফগান (Asghar Afghan) এক অসাধারণ অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন। কিংবদন্তি এমএস ধোনির (MS Dhoni) সঙ্গে তাঁর এবার মজার কথোপকথন হয়েছিল। সেটাই আসগার এক সর্বভারতীয় সংবাদমাধ্য়মকে জানিয়েছেন। ২০১৫-২০২১ সাল পর্যন্ত যুদ্ধবিধ্বস্ত ক্রিকেটীয় দেশের অধিনায়ক ছিলেন আসগার। তাঁর দেশের অবিশ্বাস্য় ক্রিরেটীয় উত্থানের অন্য়তম বড় নায়ক ছিলেন তিনিও। ২০১৮ সালে এশিয়া কাপে ধোনির ভারতের সঙ্গে তাঁর আফগানিস্তানের ম্য়াচ টাই হয়ে গিয়েছিল। ম্য়াচের পরেই আসগার-ধোনি চুটিয়ে আড্ডা দিয়েছিলেন।
আরও পড়ুন: Paras Mhambrey: 'শামি-বুমরা শিল্পী, তৈরি করা যায় না'! অকপট ভারতের বোলিং কোচ
আসগার বলেন, 'দেখুন ধোনি অসাধারণ অধিনায়ক। ভগবান তাঁকে উপহার হিসেবে দিয়েছে ভারতীয় ক্রিকেটকে। ধোনি মানুষ হিসেবেও খুব ভালো। তেমনই ওর রসবোধ। আমারা মহম্মদ শাহজাদকে নিয়ে প্রচুর কথা বলেছিলাম। আমি ধোনিকে জানাই যে, শাহাজাদ ওর ডাই-হার্ড ফ্য়ান। যা শুনে ধোনি বলেছিল, ওর বিরাট পেট আছে। তবে ও ২০ কেজি কমালেই আমি ওকে আইপিএল দলে নেব। কিন্তু শাহজাদ যখন আফগানিস্তান ফিরে গেলে, ও আরও পাঁচ কেজি ওজন বাড়িয়ে নেয়।' এই কথার পর দু'জনেই হাসিতে ফেটে পড়েন। ধোনির উপর শুধু ভারতেরই নয়, বিদেশের বহু ক্রিকেটারেরই মারাত্মক প্রভাব। তাঁদের আইডল ধোনি। শাহজাদও অনুসরণ করেন ধোনিকে।
মহম্ম শাহজাদ রহকিম কর্নওয়ালদের ক্য়াটেগরিতেই পড়েন। যাঁর ওজন নব্বই কেজির কিছু বেশি। আক্রমণাত্মক ব্য়াটিংয়ের পাশাপাশি তিনি উইকেটের পিছনে ভরসা দেন। যেখানে ক্রিকেটাররা চরম ফিটনেসের দিকেই জোর দেন, সেখানে শাহজাদ মনের সুখে খাওয়াকেই প্রাধান্য় দেন। এক সাক্ষাৎকারে শাহজাদ একবার বলেছিলেন, 'দেখুন আমি ফিটনেস নিয়ে প্রচুর কাজ করি। তবে খাওয়ার ব্য়াপারে কোনও সমঝোতা করি না। আপনি যদি আমাকে বলেন কোহলির মতো ফিটনেস রুটিন মেনে চলতে, তাহলে আমি পারব না। তবে আমি ওজন কমানোর ব্য়াপারে প্রচুর খাটাখাটনি করছি।' শাহজাদ বুঝিয়ে দিয়েছিলেন যে, ফিটনেসের মতো শব্দবন্ধে যেন তাঁকে বাঁধা না হয়, তিনি আপন মেজাজেই থাকবেন।
আরও পড়ুন: IPL 2024: প্রীতি খেলে দিলেন ভয়ংকর খেলা, বিরাট-রোহিতদের কোচকেই বড় দায়িত্ব
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)