MS Dhoni, Watch : ধোনির মুখে বাংলা! ১৩ সেকেন্ডের ভিডিয়োতে যেন 'মাহি মার রহা হ্যায়' ম্যাজিক
কলকাতার সঙ্গে ধোনির কানেকশন কিন্তু শুধু বাংলা শ্বদচয়নেই সীমাবদ্ধ নয়। কলকাতা শহরও তিনি খুব ভালভাবেই চেনেন। আন্তর্জাতিক আঙিনায় পা রাখার আগে ধোনি কিন্তু নিয়মিত পি সেন ট্রফিতে খেলেছেন। দেখতে গেলে কলকাতার একাধিক মাঠেই তাঁর দুর্দান্ত সব ইনিংস রেয়েছে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জয়পুরের একটি ব্র্যান্ড প্রমোশনের ইভেন্টে উপস্থিত ছিলেন কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) ও অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য (Ambareesh Bhattacharya) ফেসবুকে সেই ছবি শেয়ার করে ঝড় তুলে দিয়েছেন। তবে গত শনিবার এই অনুষ্ঠানে ধোনির মুখে বাংলা শুনে থ হয়ে গিয়েছেন নেটিজেনরা। ১৩ সেকেন্ডের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। ধোনির আপামর বাঙালি অনুরাগীরা উদ্বেল হয়ে গিয়েছেন দেশের তথা বিশ্বের সর্বকালের অন্যতম সেরা অধিনায়কের মুখ থেকে আধো-আধো বাংলা শুনে। ঋতুপর্ণা-অম্বরীশের পাশে দাঁড়িয়ে ধোনি মাইক হাতে বলেন, 'আমি ভালো করে বাংলা বুঝতে পারি। 'এরপরেই মঞ্চে মাহি-শব্দব্রহ্ম ওঠে। ধোনিও হেসে ফেলেন। খানিক থেমে তিনি যোগ করেন, 'ইসসে জাদা বোলুঙ্গা তো ভুলভাল বাঙ্গালি বোলনে লাগুঙ্গা '! অর্থাৎ এর বেশি বললে তিনি ভুল করে ফেলবেন। ধোনির মুখে এই ছয় বাক্যের বাংলা শব্দতে বাঙালি ধোনি ভক্তরা খুঁজে পেয়েছেন 'মাহি মার রহা হ্যায়' ম্যাজিক।
আরও পড়ুন: Dhoni-Rituparna : জয়পুরে দেখা গেল ধোনিকে, সঙ্গী ঋতুপর্ণা! হচ্ছেটা কী?
কলকাতার সঙ্গে ধোনির কানেকশন কিন্তু শুধু বাংলা শ্বদচয়নেই সীমাবদ্ধ নয়। কলকাতা শহরও তিনি খুব ভালভাবেই চেনেন। আন্তর্জাতিক আঙিনায় পা রাখার আগে ধোনি কিন্তু নিয়মিত পি সেন ট্রফিতে খেলেছেন। দেখতে গেলে কলকাতার একাধিক মাঠেই তাঁর দুর্দান্ত সব ইনিংস রেয়েছে। আইপিএলের হাত ধরেও ইডেন গার্ডেন্সে চুটিয়ে খেলেছেন তিনি। বিজ্ঞাপন সংক্রান্ত কাজও কলকাতায় করেছেন তিনি। তবে এখানেই শেষ নয়। ধোনি কিন্তু কলকাতার জামাইও বটে। এই শহরের মেয়ে সাক্ষীকেই ধোনি বিয়ে করেছেন। অম্বরীশের শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে ঋতুপর্ণার পরনে সাবেকি পোশাক। এখন চারিদিকে পুজোর গন্ধ, শহর সেজে উঠেছে উৎসবে। এই মুহূর্তে বাঙালি একদম ফেস্টিভ মুডেই। ঋতুপর্ণার পোশাকেও সেই উৎসবের মেজাজই ধরা দিয়েছে। গোলাপি রঙের লেহেঙ্গা পরেছিলেন অভিনেত্রী। অন্যদিকে ধোনিকে দেখা গেল একেবারে ক্যাজুয়াল ড্রেসে। দু'জনের ছবি দেখেই বোঝা যাচ্ছে যে, তাঁরা বেশ গল্প-গুজবে ব্যস্ত। কিন্তু তাঁদের মধ্যে কী কথা হল, তা রয়ে গেল গোপনেই। জয়পুরের সফর শেষেই, আগামীকাল অর্থাৎ রবিবার মহালয়ার সকালেই শহর কলকাতায় ফিরছেন ঋতুপর্ণা সেনগুপ্ত এবং এই দিন বিকেলেই মোহরকুঞ্জে রয়েছে তাঁর আগামী ছবি 'মহিষাসুর মর্দিনী'-র টিজার লঞ্চ। সেই অনুষ্ঠানেও দেখা যাবে তাঁকে।