আবেগ ভাসা ওয়াংখেড়ের শেষ টেস্টে দিনের শেষে সচিন অপরাজিত ৩৮ রানে, ভারত পিছিয়ে আর মাত্র ২৫ রানে
সচিন জ্বরে কাবু সারা দেশ। ২৪ বছরে দীর্ঘ ক্রিকেট জীবনের শেষ পাঁচ দিন তাঁর হাতে। তিনি এই পাঁচ দিনে আমাদের কি উপহার দেবে তা দেখতে উত্সুক সারা দেশ। আজ থেকে শুরু হল ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যে দ্বিতীয় টেস্ট। ওয়াংখেড়েতে আবেগ জড়ানো এই টেস্টের একমাত্র ফোকাস সচিন তেন্ডুলকর। কেরিয়ারের শেষ টেস্ট খেলতে চলেছেন মাস্টার ব্লাস্টার।
এখন ওয়াংখেড়ের টাটকা খবর- প্রথম দিনের খেলা শেষ। সচিন অপরাজিত থাকলেন ৩৮ রানে। খেললেন ৭৪ টা বল। সচিনের সঙ্গে অপরাজিত থাকলেন চেতেশ্বর পুজারা। পুজারা অপরাজিত ৩৪ রানে। ভারত ওয়েস্ট ইন্ডিজের চেয়ে আর মাত্র ২৫ রান দূরে।
এর আগে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস শেষ হয় ১৮২ রানে। প্রজ্ঞান ওঝা নেন ৫ উইকেট। রবীচন্দ্রন অশ্বিন ৩ উইকেট নিয়ে দ্রুততম একশো উইেকট নেওয়ার রেকর্ড গড়লেন।
আমাদের ওযেবসাইটে লাইভ স্কোরবোর্ড দেখুন