ব্যাটে রয়েছে দুটি লোগো, জরিমানা হল মুরলি বিজয়ের
মুরলি বিজয়কে জরিমানা করল আইসিসি। ক্রিকেটের নিয়ামক সংস্থার লোগো সংক্রান্ত নিয়ম ভাঙায় বিজয়কে ম্যাচ ফি-র পঁচিশ শতাংশ জরিমানা করা হয়েছে।
ওয়েব ডেস্ক: মুরলি বিজয়কে জরিমানা করল আইসিসি। ক্রিকেটের নিয়ামক সংস্থার লোগো সংক্রান্ত নিয়ম ভাঙায় বিজয়কে ম্যাচ ফি-র পঁচিশ শতাংশ জরিমানা করা হয়েছে।
ফতুল্লায় বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট চলাকালীন প্রধান স্পনসরের লোগো ছাড়াও তাঁর ব্যাটের তলার দিকে আরেকটি কোম্পানিরও লোগো ছিল। মুরলী বিজয় যে ব্যাট দিয়ে খেলেন, তার স্পন্সর এসএস। কিন্তু ব্যাটে এসএসের তলায় রয়েছে আরও একটি লোগো। আইসিসির নিয়ম অনুযায়ী ব্যাটে প্রধান স্পনসরের লোগো ছাড়া আর কোনও স্পনসরের লোগো থাকতে পারে না। কিন্তু আইসিসির সেই নিয়ম মানেননি বিজয়। তাই তাঁকে জরিমানা করেছে আইসিসি।