কোহলিকে 'স্যর' বলে ডাকলেন বাংলাদেশের মুশফিকুর
ম্যাচ শেষে মুশফিক টুইট বার্তায় অভিনন্দন জানান বিরাট কোহলিকে।
নিজস্ব প্রতিনিধি : ভারতীয় ক্রিকেটে 'স্যর' বলে বিখ্যাত হয়ে রয়েছেন রবীন্দ্র জাদেজা। মহেন্দ্র সিং ধোনি কার্যত মজা করেই জাড্ডুর নামের আগে স্যর উপমা যোগ করেছিলেন। ভারতীয় দলে প্রচলিত রয়েছে, স্যর জাদেজা যা চান তাই করতে পারেন। এমনই তাঁর অভিনব ক্ষমতা। যদিও এসব কথার কোনও বাস্তব ভিত্তি নেই। সবটাই মজার ছলে চলে। কিন্তু 'স্যর' বলে সমর্থকদের মধ্যেও জনপ্রিয় জাদেজা। এবার জাড্ডুকে ছাড়া আরও একজনকে পাওয়া গেল স্যর উপাধি নিয়ে। বিরাট কোহলিকে কিন্তু কেউ মজা করে 'স্যর' বলেননি। বরং তিনি এই তকমা উপার্জন করেছেন। ঠিক যেভাবে ডন ব্র্যাডম্যান হয়ে উঠেছিলেন ক্রিকেটের 'স্যর'। সেভাবেই আধুনিক ক্রিকেটে স্যর মর্যাদা প্রাপ্য বিরাটের।
আরও পড়ুন- নতুন ধরনের সেলিব্রেশন, বিরাট আসলে বুঝিয়ে দিয়ে গেলেন অনেক কিছু
২৪ অক্টোবর। দিনটা দুই প্রতিবেশি দেশের দুই ব্যাটসম্যানের কাছেই স্পেশাল। একদিকে ওয়ান-ডে কেরিয়ারের ১০ হাজার রান পূর্ণ করেছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। আবার ওই একই দিনে তিন ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রানের মালিক হয়েছেন মুশফিকুর রহিম। বিরাট কোহলিকে তাই শুভেচ্ছা বার্তা পাঠালেন মুশফিকুর। ২০৫ ইনিংস খেলে ১০ হাজার রান পূর্ণ করেছেন বিরাট। একই রেকর্ড গড়ার পথে তিনি পিছনে ফেলেছেন সচিন তেণ্ডুলকরকে। মাস্টার ব্লাস্টারের থেকে ৫৪টা ইনিংস কম খেলেছেন বিরাট। রেকর্ডের দিনে আবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩৭তম সেঞ্চুরি তুলে নেন কোহলি।
আরও পড়ুন- শেষ বলের জন্য ফিল্ড সেট করেছিলেন ধোনি!
ম্যাচ শেষে মুশফিক টুইট বার্তায় অভিনন্দন জানান বিরাট কোহলিকে। লেখেন, 'অভিনন্দন ওয়ান অ্যান্ড অনলি স্যার বিরাট কোহলি। চোখের পলক ফেলার আগে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করার জন্য শুভেচ্ছা।'
Congratulations to one and only sir virat kohli for reaching 10k runs in blink of an eye pic.twitter.com/roGeE1nDY8
— Mushfiqur Rahim (@mushfiqur15) October 25, 2018