মুস্তাফিজুরকে সবচেয়ে ভাল বোঝেন ইনিই
মুস্তাফিজুরের বোলিং রহস্য ফাঁস। সামনে এল আরও এক চমকে দেওয়া তথ্য।
![মুস্তাফিজুরকে সবচেয়ে ভাল বোঝেন ইনিই মুস্তাফিজুরকে সবচেয়ে ভাল বোঝেন ইনিই](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/05/25/56129-7mustafizur.jpg)
ওয়েব ডেস্ক: মুস্তাফিজুরের বোলিং রহস্য ফাঁস। সামনে এল আরও এক চমকে দেওয়া তথ্য।
মুস্তাফিজুরকে বেধড়ক ঠ্যাঙালেন অনূর্ধ্ব-১৯ ক্রিকেটার!
ক্রিকেটে যে দুটি বিষয়ে ভয় হয় মুস্তাফিজুরের। এক, ভয় পান ব্যাটিং করতে। দুই, ইংরাজি বলতে ভয়! তাহলে কীভাবে দলের সঙ্গে তাল মেলান তিনি? মুস্তাফিজুরকে ইশারায় বলে দেওয়া হয়, কেমন ফিল্ড সেট থাকছে তাঁর বোলিংয়ে। সেই মতই বোলিং করেন তিনি। আর মুস্তাফিজুরের বোলিংয়ের আরও এক রহস্য, যা ব্যাটসম্যানদের ওকে খেলতে সাহায্য করবে। স্লোয়ার আর বাউন্সার, কখন কোন বলটা আসতে চলেছে তা বোঝা যাবে মুস্তাফিজুরের শরীরের ভঙ্গিতেই। তবে সাধারণ চোখে ধরা খুব মুশকিল যদি তা না জানা থাকে। এক মাত্র উইকেট রক্ষক নমন ওঝাই জানেন মুস্তাফিজুরের 'সাইন'। মানে আইপিএলের বাইশগজে মুস্তাফুজরকে সবচেয়ে ভাল বোঝেন ওঝা। হাতের ভঙ্গি আর মুখের ভঙ্গিতেই উইকেট রক্ষককে মুস্তাফিজুর বুঝিয়ে দেন কোন ডেলিভারি আসতে চলেছে।
তবে এটা শুনে গোটা কাণ্ডটা যতটা সহজ মনে হচ্ছে, ততটা একেবারেই নয়। এতোটাই সহজ হলে দুনিয়ার তাবড় তাবড় ব্যাটসম্যান মুস্তাফিজুরের সামনে এসে হোঁচট খেতেন না! ইতিমধ্যেই ১৪ ম্যাচে ১৬ উইকেট নিজের ঝুলিতে নিয়ে ফেলেছেন মুস্তাফিজুর। সামনে সাকিবের দল নাইট রাইডার্স। জিতলে সেমিতে। মুখোমুখি হবেন রায়নার দলের। জেতা হারা, যাই আসুক কলকাতা বনাম হায়দরাবাদ ম্যাচে, ২০ বছরের মুস্তাফিজুর কিন্তু অভিষেকেই বুঝিয়ে দিয়েছেন টি-টোয়েন্টিতে তাঁকে সমীহ করতেই হবে।
প্রতি ম্যাচে মাঠে নামার আগে কী করেন মুস্তাফিজুর?