'বিন্দাস' বিরাটদের ভূয়সী প্রশংসায় হেডস্যার Ravi Shastri করলেন টুইট
শাস্ত্রীর কোচিংয়েই বিরাট কোহলি অ্যান্ড কোং আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের আধিপত্য বিস্তার করেছে।
নিজস্ব প্রতিবেদন: বিরাট কোহলিদের (Viart Kohli) আগামী গন্তব্য ইংল্যান্ড। রবি শাস্ত্রীর (Ravi Shastri) শিষ্যরা প্রায় চার মাসের লম্বা সফরে যাচ্ছে ব্রিটিশ মুলুকে। আগামী ১৮-২২ জুন নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল (ICC World Test Championship Final) খেলবে। এরপর কোহলি অ্যান্ড কোং জো রুটের (Joe Root) ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। ইংল্যান্ড যাওয়ার আগে টিম ইন্ডিয়ার ভূয়সী প্রশংসা করলেন দলের হেডস্যার Ravi Shastri। কারণ তাঁর টিম ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্যাটে এক নম্বর আসনটা ধরে রেখেছে। আইসিসি-র বার্ষিক আপডেট জানিয়ে দিয়েছে বিরাটরাই একে। এই দলের জন্য গর্বিত শাস্ত্রী।
This team has shown steely resolve & unwavering focus to be crowned No. 1. It is something the boys have earned fair & square. Rules changed midway but overcame every hurdle along the way. My boys played tough cricket in tough times. Super proud of this bindass bunch pic.twitter.com/StzcsexCRF
(@RaviShastriOfc) May 13, 202
Head coach Ravi Shastri is “super proud” of India after they retained the No.1 position in the @MRFWorldwide ICC Test Team Rankings pic.twitter.com/YgpH4f2xxW
আরও পড়ুন:Eid-ul-Fitr 2021: ঈদের শুভেচ্ছা জানালেন Sachin Tendulkar ও Virat Kohli
শাস্ত্রীর কোচিংয়েই বিরাট কোহলি (Virat Kohli) অ্যান্ড কোং আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের আধিপত্য বিস্তার করেছে। অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে ভারত তাদের ধরাশায়ী করেছে। গোটা বিশ্ব দেখছে এই দলটাকে। ইংল্যান্ডে উড়ে যাওয়ার আগে টিমকে তাতাতে টুইট করলেন শাস্ত্রী। তিনি লিখলেন, "ভারত এক নম্বর হওয়ার জন্য তাদের চারিত্রিক দৃঢ়তা দেখিয়ে নিজেদের ফোকাস ধরে রেখেছে। সততার সঙ্গে সোজাসাপটা রাস্তায় তা অর্জন করেছে। নিয়ম মাঝপথে বদলে গিয়েছে। কিন্তু টিম ইন্ডিয়া প্রতিটা হার্ডেল টপকেছে। আমার ছেলেরা কঠিন সময় কঠিন ক্রিকেট খেলেছে। অত্যন্ত গর্বিত এই বিন্দাস দলের জন্য।"