IPL 2022: Wankhede স্টেডিয়ামের গ্যালারিতে কে এই রহস্যময়ী? দেখুন Viral ছবি
যদিও এমএস ধোনির নেতৃত্বাধীন চেন্নাই টিম শুরুতেই মুম্বইয়ের তিনটি উইকেট দ্রুত তুলে নেয়। এরপরেও ৩১ বল বাকি থাকতেই ৯৮ রানের ছোট টার্গেট পুরণ করে ফেলে মুম্বই।
নিজস্ব প্রতিবেদন: আইপিএল ম্যাচে বহুবার খেলার তুলনায় বেশি উত্তেজনা সৃষ্টি হয়েছে গ্যালারিতে উপস্থিত ভক্তদের নিয়ে। এমন অসংখ্য ঘটনা ঘটেছে যেখানে ক্যামেরাম্যানের দৌলতে কোনও মহিলা দর্শক হঠাৎ বিখ্যাত হয়ে উঠেছেন।
ওয়াংখেড়ে স্টেডিয়ামে চেন্নাই বনাম মুম্বই ম্যাচ চলাকালীন এমনই জনপ্রিয় হয়ে উঠেছেন এক ভক্ত। ক্যামেরাম্যানের লেন্সবন্দী হওয়ার পরেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়া শুরু হয় তাঁর ছবি। ম্যাচ শেষ হওয়ার আগেই জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। দেখুন কী বলছেন ভক্তরা। যদিও এই মহিলা ভক্তের পরিচয় জানা যায়নি এখনও।
Cameraman never forget his duty #CSKvsMI #CSK #dhoni #umpire Dhoni #Thala #ThalaDhoni pic.twitter.com/ztaEFklExx
— xyz_ (@Tejashwi_rofl) May 12, 2022
অন্যদিকে, মুম্বাই ইন্ডিয়ান্স বৃহস্পতিবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচ পাঁচ উইকেটের জিতে নেয়। এরপরেই লিগের প্লে-অফ খেলার ক্ষীণ আশা শেষ হয়ে যায় চেন্নাইয়ের।
শুরুতে বল করার সিদ্ধান্ত নেয় মুম্বই। মুম্বইয়ের ফাস্ট বলার ড্যানিয়েল সামস ৪ ওভার বল করে ১৬ রান দিয়ে ৩ উয়িকেট তুলে নেন। মূলত তাঁর আগুনে স্পেলেই চেন্নাইকে মাত্র ৯৭ রানে অলআউট করে দেয় মুম্বই।
আরও পড়ুন: Exclusive, Igor Stimac : ISL কী ভারতীয় ফুটবলের উন্নতি করেছে? অকপট Sunil Chhetri-দের হেড কোচ
যদিও এমএস ধোনির নেতৃত্বাধীন চেন্নাই টিম শুরুতেই মুম্বইয়ের তিনটি উইকেট দ্রুত তুলে নেয়। এরপরেও ৩১ বল বাকি থাকতেই ৯৮ রানের ছোট টার্গেট পুরণ করে ফেলে মুম্বই।
Camera Man Name Please pic.twitter.com/js6636BVc4
— Manoj (@iplcric2022) May 12, 2022
মুম্বইয়ের ৩৩ রানে ৪ উইকেট পরে যায় প্রথম পাঁচ ওভারের মধ্যে। এর পরে পঞ্চম উইকেটে তিলক বর্মা এবং ঋত্বিক শকিন জুটি বেঁধে ৪৮ রান তোলেন। মাত্রও ১৪.৫ ওভারেই ১০৩ রান তুলে ফেলে মুম্বই। মাত্রও ৭ বলে ১৬ রান করে অপরাজিত থাকেন টিম ডেভিড।