ভূপতির আইপিএলে খেললে এক রাতে ৬ কোটি টাকারও বেশি পাবেন নাদাল
মহেশ ভূপতির আইপিএলের স্টাইলে টেনিস লিগ শুরুতেই চমক দেবে। আইপিএলকে যারা টাকার খনি বলে ভাবেন, তারা ভূপতির উদ্যোগে শুরু হতে চলা আইপিটিএল (ইন্টারন্যাশানাল প্রিমিয়ার টেনিস লিগ)-এর খবরটা শুনুন। এই লিগে একটা ম্যাচ খেলে একজন খেলোয়াড় ৬ কোটি টাকারও বেশি অর্থ উপার্জন করবেন।
মহেশ ভূপতির আইপিএলের স্টাইলে টেনিস লিগ শুরুতেই চমক দেবে। আইপিএলকে যারা টাকার খনি বলে ভাবেন, তারা ভূপতির উদ্যোগে শুরু হতে চলা আইপিটিএল (ইন্টারন্যাশানাল প্রিমিয়ার টেনিস লিগ)-এর খবরটা শুনুন। এই লিগে একটা ম্যাচ খেলে একজন খেলোয়াড় ৬ কোটি টাকারও বেশি অর্থ উপার্জন করবেন।
আইপিটিএলে মাত্র এক রাতে বিশ্বের এক নম্বর খেলোয়াড় রাফায়েল নাদাল ৬ কোটি ২০ লক্ষ টাকা ( ১০ লক্ষ মার্কিন ডলার)অর্থ উপার্জন করে ফেলবেন। যেখানে দু মাস ধরে চলা আইপিএল খেলে সবচেয়ে বেশি অর্থ উপার্জন করবেন যুবরাজ সিং (১৪ কোটি টাকা)। আগামী সপ্তাহে দুবাই আত্মপ্রকাশ করতে চলা আইপিটিএল-এর আয়োজকরা নাদালকে এমন প্রস্তাবই দিলেন।
বিশ্বের পাঁচটি শহরে এই প্রতিযোগিতা হবে। চলতি বছর নভেম্বরের ২৮ থেকে ডিসেম্বরের ২০ তারিখ মুম্বই, ব্যাঙ্কক, কুয়ালালামপুর, সিঙ্গাপুর ও হংকংয়ে হবে আইপিটিএল। আগামী রবিবার দুবাইয়ের হোটেলে খেলোয়াড়দের নিলাম হবে। নাদালের পাশাপাশি অ্যান্ডি মারেদের মত আরও অনেক বড় তারকাদের খেলতে দেখা যাবে এই আইপিটিএলে।