নিজস্ব প্রতিবেদন: অস্ট্রেলিয়ায় ব্রিসবেনে চতুর্থ টেস্টের প্রথম দিনেই লাঞ্চের পর বল করতে গিয়ে কুঁচকিতে চোট পান নভদীপ সাইনি। ২৮ বছর বয়সী সাইনি নিজের অষ্টম ওভার বল করার সময় চোট পাওয়ায় মাঠ ছেড়ে বেরিয়ে যান তিনি। এরপর হাসপাতালে স্ক্যান করতে নিয়ে যাওয়া হয় সাইনিকে। দ্বিতীয় দিন বল করতে পারেননি সাইনি। তবে দ্বিতীয় ইনিংসে চোট নিয়েও বোলিং করেন তিনি। শুধুমাত্র অধিনায়ক অজিঙ্ক রাহানের কথাতেই তিনি বোলিং করেছিলেন বলে জানান Navdeep Saini।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

PTI-কে দেওয়া এক সাক্ষাৎকারে সাইনি বলেন, "আমি ঠিকই ছিলাম কিন্তু হঠাৎ ব্যাথা অনুভব করি। একটা গুরুত্বপূর্ণ ম্যাচে কেন এমনটা হল সেটা ভেবেই আমার খারাপ লাগছিল। তাতেও আমি চোট নিয়ে বোলিং করে যেতে চেয়েছিলাম দলকে সাপোর্ট করতে। আমাকে এসে ক্যাপ্টেন জিজ্ঞেস করে আমি বল করতে পারব কিনা! আমার ব্যাথা হচ্ছিল কিন্তু তবু চেষ্টা করেছিলাম বোলিং করতে।"


আরও পড়ুন- কোয়ারেন্টিনেই England বধের ছক কষবে Team India


প্রসঙ্গত প্রথম ইনিংসে ৭.৫ ওভারের পর চোট লাগে সাইনির। দ্বিতীয় ইনিংসে ফিরে এসে ৫ ওভারের বেশি বোলিং করতে পারেননি তিনি। ইংল্যান্ড সিরিজের দলে জায়গা হয়নি তাঁর। দেশে ফিরে রিহ্যাব শুরু করে দিয়েছেন Navdeep Saini।



আরও পড়ুন- অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক সিরিজ জয়ের পুরস্কার, বিলাসবহুল গাড়ি পেলেন Siraj-Sundar রা