কলকাতায় চলে এলেন মহামেডানের রুশ কোচ Alekseyevich Chernyshov
বিশ্বের সাত দেশ ঘুরে কোচিং করানো চেরনেশোভ এই প্রথম ভারতে।
নিজস্ব প্রতিবেদন: কলকাতায় পা রাখলেন মহামেডান স্পোর্টিং ক্লাবের নতুন কোচ আন্দ্রে চেরনেশোভ (Andrey Alekseyevich Chernyshov)। শুক্রবার শহরে এলেন তিনি। উয়েফা (UEFA) প্রো লাইসেন্সধারী রাশিয়ান কোচকেই হেড কোচ নিয়োগ করেছে সাদা-কালো ব্রিগেড। বিশ্বের সাত দেশ ঘুরে কোচিং করানো চেরনেশোভ এই প্রথম ভারতে কোচিং করানোর অভিজ্ঞতা পেতে চলেছেন।
আরও পড়ুন: East Bengal র 'ঘরের ছেলে' Samad Ali Mallick এবার নতুন ঠিকানায়
এদিন মহামেডানের সাধারণ সচিব দানিশ ইকবাল ও অ্যাথলেটিক্স সচিব হাসনাইন আহমেদ দমদম বিমানবন্দরে গিয়েছিলেন চেরনেশোভকে স্বাগত জানাতে। ৫৩ বছরের রুশ নাগরিক ক্লাব ও আন্তর্জাতিক স্তরে কোচিং করাচ্ছেন গত দু'দশক ধরে। চেরনেশোভ ১৯৯০ সালে অনূর্ধ্ব-২১ ইউরো চ্যাম্পিয়নশিপ খেলেছেন। সোভিয়েত ইউনিয়নের জাতীয় যুব দলে ছিলেন তিনি। খেলায়োড়ি জীবনকে বিদায় জানিয়েই কোচিং শুরু করে দেন তিনি। রাশিয়ার অনূর্ধ্ব-২১ দলও সামলেছেন চেরনেশোভ। এছাড়াও স্পার্টাক মস্কোর মতো রাশিয়ার একাধিক ক্লাবে তিনি ছিলেন ম্যানেজার।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)