লির তরুণ সঙ্গী

আগামি এটিপি মরসুমে চেকোস্লোভাকিয়ার রাডেক স্টেপানেকের সঙ্গে জুটি বাঁধবেন ভারতের লিয়েন্ডর পেজ। অলিম্পিকে যাওয়ার আগে তরুণ খেলোয়াড়ের সঙ্গে জুটি বাঁধতে চেয়েছিলেন পেজ। সেই কারণেই লি-হেশ জুটিতে ভাঙ্গন ঘটেছে।

Updated By: Nov 28, 2011, 11:43 PM IST

আগামি এটিপি মরসুমে চেকোস্লোভাকিয়ার রাডেক স্টেপানেকের সঙ্গে জুটি বাঁধবেন ভারতের লিয়েন্ডর পেজ। অলিম্পিকে যাওয়ার আগে তরুণ খেলোয়াড়ের সঙ্গে জুটি বাঁধতে চেয়েছিলেন পেজ। সেই কারণেই লি-হেশ জুটিতে ভাঙ্গন ঘটেছে। অন্যদিকে রোহন বোপান্নার সঙ্গে জুটি বাঁধবেন মহেশ ভুপতি। তবে মরসুমের শেষটা ভাল হল না বোপান্না-কুরেশির জুটির জন্য। ওয়ার্ল্ড টুর চ্যাম্পিয়নশিপে শেষ স্থানে থাকায় এটিপির ডাবলস তালিকায় সেরা দশ থেকে ছিটকে গেল বোপান্না।
 

.