কিউইদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে বিশ্বরেকর্ডের হাতছানি টিম ইন্ডিয়ার সামনে
ভারতের সামনে এমন সুযোগ করে দিয়েছে অবশ্য দক্ষিণ আফ্রিকা।
নিজস্ব প্রতিবেদন : নিউ জিল্যান্ডের মাটিতে একদিনের সিরিজ জেতার পর বুধবার থেকে টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামবে টিম ইন্ডিয়া। কিউই সফরে এবার তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারতীয় দল। বুধবার থেকে শুরু হতে চলা ভারত নিউ জিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানের বিশ্বরেকর্ড ছোঁয়ার হাতছানি ভারতের সামনে।
আরও পড়ুন - পিঠের চোট, ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন কিউই ওপেনার মার্টিন গাপটিল
ভারতের সামনে এমন সুযোগ করে দিয়েছে অবশ্য দক্ষিণ আফ্রিকা। রবিবার জোহানেসবার্গে পাকিস্তানকে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচেও হারিয়ে দিয়েছে প্রোটিয়ারা। পর পর দুটো ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ পকেটে পুরে নিয়েছে মিলাররা। পাকিস্তানের টানা ১১টি টি-টোয়েন্টি সিরিজে অপরাজিত থাকার রেকর্ড থামল ম্যান্ডেলার দেশে এসে। ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে পাকিস্তান শেষ ১১টি টি-টোয়েন্টি সিরিজে অপরাজিত ছিল।
ICYMI: Pakistan's run of 11 consecutive T20I series wins, stretching back all the way to the last @T20WorldCup, was broken by South Africa.#SAvPAK REPORT https://t.co/GGGZnglWMl pic.twitter.com/iPACt4YRSo
— ICC (@ICC) February 4, 2019
কুড়ি-কুড়ি ফরম্যাটে ভারতও টানা দশটি সিরিজে অপরাজিত রয়েছে। শ্রীলঙ্কাকে ১-০ ব্যবধানে সিরিজ হারানোর পর, ঘরের মাঠে অস্ট্রেলিয়ার সঙ্গে ১-১ ড্র করে ভারত। ঘরের মাঠে কিউইদের ২-১ এবং শ্রীলঙ্কাকে ৩-০ তে হারিয়েছে। এরপর দক্ষিণ আফ্রিকায় গিয়ে প্রোটিয়াদের ২-১ ব্যবধানে হারিয়ে আসে ভারত। এরপর শ্রীলঙ্কার মাটিতে নিদহাস (টি-টোয়েন্টি) ট্রফি জিতে নেয় ভারত। আয়ারল্যান্ডে গিয়ে তারকে ২-০ এবং ইংল্যান্ডে ব্রিটিশদের ২-১ ব্যবধানে হারায় টি-টোয়েন্টি সিরিজে। এরপর ঘরের মাঠে ক্যারাবিয়ানদের ৩-০ ব্যবধানে হারালেও অস্ট্রেলিয়ায় গিয়ে ১-১ সিরিজ ড্র করে। টানা দশ সিরিজে অপরাজিত ভারত কিউইদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জিততে পারলেই পাকিস্তানকে ছুঁয়ে ফেলবে। আর সেটা করতে পারলেই রোহিতের দল বিশ্বরেকর্ডও গড়ে ফেলবে হ্যাডলির দেশে।