Suryakumar Yadav | IND vs NZ: ৫১ বলে ১১১*! রেকর্ডের পর রেকর্ড ভেঙে তছনছ করলেন 'মিস্টার ৩৬০'

Suryakumar Yadav: সূর্যকুমার যাদবের ব্যাটে একের পর এক রেকর্ড ভেঙে তছনছ হয়ে গেল। রুদ্রমূর্তি ধারণ করে একা হাতে শেষ করে দিলেন কিউয়িকে।

Updated By: Nov 20, 2022, 05:24 PM IST
Suryakumar Yadav | IND vs NZ: ৫১ বলে ১১১*! রেকর্ডের পর রেকর্ড ভেঙে তছনছ করলেন 'মিস্টার ৩৬০'
বিধ্বংসী সূর্যকুমার যাদব

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মাউন্ট মাউনগানুইর বে ওভাল দেখল সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) তাণ্ডবলীলা। সদ্যসমাপ্ত টি-২০ বিশ্বকাপে (T20 World Cup 2022) তিনি ঠিক যে ফর্মে শেষ করেছিলেন, এদিন ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-২০ ম্যাচে, ঠিক সেখান থেকেই শুরু করলেন 'মিস্টার ৩৬০'। তিনে ব্যাট করতে নেমে ৫১ বলে বিধ্বংসী ১১১ রানের ইনিংস খেললেন তিনি।  সূর্যর ৭২ মিনিটের 'ধ্বংসলীলা'য় তছনছ হয়ে গেল নিউজিল্যান্ড। ২১৭.৬৪-এর স্ট্রাইক রেটে ১১টি চার ও ৭টি ছয় মারলেন বিশ্বের এক নম্বর টি-২০ ব্যাটার। সূর্য এদিন একের পর এক রেকর্ড ভেঙে তছনছ করে দিলেন।

এদিন যা যা করলেন সূর্য: 

সূর্য এদিন ৪৯ বলে সেঞ্চুরি করেন। দেশের জার্সিতে টি-২০ ক্রিকেটে এটিই চতুর্থ দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। চলতি বছর ইংল্যান্ডের বিরুদ্ধে নটিংহ্যামে ৪৮ বলে সেঞ্চুরি করেছিলেন সূর্য। রোহিত শর্মা ২০১৭ সালে ৩৫ বলে ১০০ করেছিলেন। যা আজও দ্রুততম সেঞ্চুরির রেকর্ড।

সূর্যর অপরাজিত ১১১ রানের ইনিংসই কোনও ব্যাটারের পক্ষে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ। দক্ষিণ আফ্রিকার রিচার্ড লেভির ১১৭ রানের ইনিংসই সর্বোচ্চ। ২০১২ সালে হ্যামিলটনে খেলেছিলেন  লেভি।

আরও পড়ুন: IND vs NZ: সূর্যর বিস্ফোরক সেঞ্চুরি, হুডার আগুনে চার, গুঁড়িয়ে গেল কিউয়িরা!

প্রোটিয়া ব্যাটার লেভি ও ইংল্যান্ডের ডেভিড মালানের পর সূর্য তৃতীয় ব্যাটার হিসাবে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ ফরম্যাটে শতরান করলেন।

সূর্য অষ্টম ব্যাটার ও প্রথম ভারতীয় হিসাবে নিউজিল্যান্ডের মাটিতে টি-২০ ফরম্যাটে সেঞ্চুরি করলেন। লেভি, মালান ছাড়াও ব্রেন্ডন ম্যাকালাম, গ্লেন ফিলিপস, মার্টিন গাপটিল, কলিন মানরো (২) তালিকায় রয়েছেন। 

চলতি বছর আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে প্রথম ব্যাটার হিসাবে, সূর্য দু'বার শতরানের স্বাদ পেলেন। অন্য ব্যাটার চেক প্রজাতন্ত্রের সাবাউন দাভিজি।

সূর্য এই মুহূর্তে ২০২২ সালের নিরিখে টি-২০ ক্রিকেটে চতুর্থ সর্বাধিক রানশিকারি। ৪০ ম্যাচে ৪৬.৫৬-এর গড়ে ১৪৯০ রান করেছেন। স্ট্রাইক রেট ১৭৬.৫৪। রয়েছে জোড়া সেঞ্চুরি ও ১২টি হাফ-সেঞ্চুরি।

চলতি বছর টি-২০ ক্রিকেটে দ্বিতীয় সর্বাধিক রানশিকারি সূর্য। একে বিরাট কোহলি। ৮৯.৬৬-এর গড়ে করেঠেন ১৬১৪ রান।
 
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের এটি চতুর্থ সর্বাধিক রান। এর আগে ভারত করেছে ২০৮/৬ (২০১৯), ২০৪/৪ (২০২০) ও ২০২/৩ (২০১৭)

২০১৮ সালে রোহিত শর্মা প্রথম ভারতীয় হিসাবে এক বছরে জোড়া টি-২০ আন্তর্জাতিক শতরান করেছিলেন। সেই তালিকায় নাম লেখালেন সূর্য।

এক ক্যালেন্ডার বছরে সূর্যই সবচেয়ে বেশি ছয় হাঁকানোর রেকর্ড করেছেন। ৩০ ম্যাচে ৬৭টি ছয় মারলেন তিনি। সংযুক্ত আরব আমিরশাহির মহম্মদ ওয়াসিমেক আছে ৪৩টি ছয়।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

.