দ্বিতীয় টি২০ ম্যাচে কলিন মুনরোর কাছেই হেরে গেল বাংলাদেশ

বাংলাদেশের নিউজিল্যান্ড সফরটা ভয়াবহ হয়ে উঠেছে। দেশের মাটিতে যে বাংলাদেশকে বাঘের মতো দেখাচ্ছিল গত কয়েক মাসে, সেই বাংলাদেশ নিউজিল্যান্ডের মাটিতে গিয়ে একের পর এক হারের মুখে পড়ছে। প্রথমে একদিনের ম্যাচের সিরিজে হোয়াইট ওয়াশ হতে হয়েছে। এবার টি২০-তেও সেই একই ছবি। আজ দ্বিতীয় টি২০ ম্যাচেও বাংলাদেশ হেরে গেল ৪৭ রানে। নিউজিল্যান্ডকে জেতালেন কলিন মুনরো। এদিন টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১৯৫ রান তোলে নিউজিল্যান্ড। কলিন মুনরো খেলেন ৫৪ বলে ১০১ রানের বিধ্বংসী ইনিংস। যোগ্য সঙ্গত দেন ব্রুস। তিনি অপরাজিত থাকেন ৩৯ বলে ৫৯ রান করে। এছাড়া আর কোনও কিউয়ি ব্যাটসম্যান রান পাননি। রুবেল হোসেন তিনটি উইকেট পান।

Updated By: Jan 6, 2017, 11:47 AM IST
দ্বিতীয় টি২০ ম্যাচে কলিন মুনরোর কাছেই হেরে গেল বাংলাদেশ

ওয়েব ডেস্ক: বাংলাদেশের নিউজিল্যান্ড সফরটা ভয়াবহ হয়ে উঠেছে। দেশের মাটিতে যে বাংলাদেশকে বাঘের মতো দেখাচ্ছিল গত কয়েক মাসে, সেই বাংলাদেশ নিউজিল্যান্ডের মাটিতে গিয়ে একের পর এক হারের মুখে পড়ছে। প্রথমে একদিনের ম্যাচের সিরিজে হোয়াইট ওয়াশ হতে হয়েছে। এবার টি২০-তেও সেই একই ছবি। আজ দ্বিতীয় টি২০ ম্যাচেও বাংলাদেশ হেরে গেল ৪৭ রানে। নিউজিল্যান্ডকে জেতালেন কলিন মুনরো। এদিন টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১৯৫ রান তোলে নিউজিল্যান্ড। কলিন মুনরো খেলেন ৫৪ বলে ১০১ রানের বিধ্বংসী ইনিংস। যোগ্য সঙ্গত দেন ব্রুস। তিনি অপরাজিত থাকেন ৩৯ বলে ৫৯ রান করে। এছাড়া আর কোনও কিউয়ি ব্যাটসম্যান রান পাননি। রুবেল হোসেন তিনটি উইকেট পান।

আরও পড়ুন শুক্রবার ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের দল বাছতে বসবেন নির্বাচকরা

জবাবে ব্যাট করতে নেমে ১৮.১ ওভারে ১৪৮ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। তাদের হয়ে সবথেকে বেশি রান করেন সাব্বির রহমান। তাঁর অবদান ৩২ বলে ৪৮ রান। সৌম্য সরকার করেন ২৬ বলে ৩৯ রান। মাহমুদুল্লাহ করেন ১৯ রান এবং তামিম ইকবাল খেলেন ১৩ রানের ইনিংস।

আরও পড়ুন  ফের বোর্ড সভাপতি হতে ঘুঁটি সাজাতে শুরু করেছেন শ্রীনিবাসন

.