ভাইরাল বুমরাকে নকল করা বোলারের ভিডিও, ভারতীয় পেসারদের প্রেমে অজি খুদেরা

এমনিতে বুমরার বোলিং অ্যাকশন নিয়ে আলোচনা হয় প্রচুর। 

Updated By: Jan 9, 2019, 04:53 PM IST
ভাইরাল বুমরাকে নকল করা বোলারের ভিডিও, ভারতীয় পেসারদের প্রেমে অজি খুদেরা

নিজস্ব প্রতিনিধি : প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জোস হ্যাজলউডরা অস্ট্রেলিয়ার পরের প্রজন্মকে  অনুপ্রাণিত করতে পারছেন না। গ্লেন ম্যাকগ্রা, শেন ওয়ার্ন, জেসন গিলেসপিদের দেশে এখন এমনই হাওয়া চলছে। ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ হারের প্রভাব? হয়তো তাই। আবার এমনটাও হতে পারে, সিরিজে ভারতীয় পেসারদের দুরন্ত পারফরম্যান্স সে দেশের এক প্রজন্মকে অনুপ্রাণিত করেছে। সে যাই হোক, অস্ট্রেলিয়ার উঠতি ক্রিকেটাররা এখন ভারতীয় পেসারদের আইকন হিসাবে ধরছে। 

আরও পড়ুন-  মহিলাদের অসম্মান করে মন্তব্য! বিসিসিআইয়ের জবাবদিহি, ক্ষমা চাইলেন হার্দিক

সদ্যসমাপ্ত টেস্ট সিরিজে জসপ্রিত বুমরা ২১টি উইকেট পেয়েছেন। অজি স্পিনার নাথান লিঁয়র সঙ্গে সিরিজে সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী তিনি। ভারতের সিরিজ জয়ের পিছনে ব্যাট হাতে প্রধান কাণ্ডারি যদি চেতেশ্বর পুজারা হন, বল হাতে অবশ্যই মূল কারিগর বুমরা। বিরাট কোহলিও মাঠে কুর্ণিশ জানিয়েছেন দলের অন্যতম সেরা পেসারকে। সেই বুমরা এখন অস্ট্রেলিয়াতেও হিট। সে দেশের কমবয়সী ক্রিকেটাররা বুমরার বোলিং অ্যাকশন নকল করতে চাইছে। 

আরও পড়ুন-  শেষ বলে চাই ছয়, এক বল বাকি থাকতেই ম্যাচ জিতল দল

এমনিতে বুমরার বোলিং অ্যাকশন নিয়ে আলোচনা হয় প্রচুর। কপিল দেব একবার বলেছিলেন, এমন অদ্ভুত বোলিং অ্যাকশন বুমরাকে ভোগাবে। আন্তর্জাতিক ক্রিকেটে বুমরার ভবিষ্যত নিয়েও শঙ্কা প্রকাশ করেছিলেন কপিল। জানিয়েছিলেন, বুমরার বোলিং অ্যাকশন তাঁর চোট পাওয়ার প্রবণতা বাড়াবে। সে যাই হোক, কমবয়সী ক্রিকেটারদের কাছ বুমরার এই বোলিং অ্যাকশন বেশ হিট। আর তাই এক অজি খুদেকে সেই অ্যাকশন নকল করতে দেখা গেল। প্রায় অবিকল নকল। যা দেখে বুমরা আপ্লুত হয়ে গেলেন। একই ভিডিও টুইটারে শেয়ার করেছে আইসিসি। তারা আবার লিখেছে, যেভাবে অস্ট্রেলিয়ার পরবর্তী জেনারেশন ভারতীয় পেসারদের নকল করছে তাতে ২০৩৪ সালের ভারত-অস্ট্রেলিয়া সিরিজ উপভোগ্য হয়ে উঠবে। 

.