''ভারত, অস্ট্রেলিয়ার হয়ে খেলার যোগ্যতা নেই কোনও পাকিস্তানি ব্য়াটসম্যানের''

নিজের দেশের ব্য়াটসম্য়ানদের উপর প্রবল বিরক্তি প্রকাশ করলেন মিঁয়াদাদ।

Updated By: Mar 19, 2020, 06:19 PM IST
''ভারত, অস্ট্রেলিয়ার হয়ে খেলার যোগ্যতা নেই কোনও পাকিস্তানি ব্য়াটসম্যানের''

নিজস্ব প্রতিবেদন : নিজের দেশের ক্রিকেটারদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দিলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার জাভেদ মিঁয়াদাদ। তাঁর মতে, ভারত, অস্ট্রেলিয়ার মতো দেশের হয়ে ক্রিকেট খেলার যোগ্যতা তাঁর দেশের কোনও ব্যাটসম্য়ানের নেই। শুধুমাত্র পাকিস্তান বলেই জাতীয় দলে সুযোগ পেয়ে যান অনেক কম প্রতিভাবান ব্যাটসম্যান। নিজের দেশের ব্য়াটসম্য়ানদের উপর প্রবল বিরক্তি প্রকাশ করলেন মিঁয়াদাদ।

মিঁয়াদাদ বলেন, ''আমি একটা প্রশ্ন করতে চাই। পাকিস্তানের কোনও ব্যাটসম্যান কি ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড বা দক্ষিণ আফ্রিকার মতো দলের হয়ে খেলতে পারবে? আমার তো মনে হয় না। আমাদের কোনও ব্যাটসম্যান বিশ্বের প্রথম সারির দলে খেলার সুযোগ পাবে না। পাকিস্তানে অনেক বড় মাপের বোলার রয়েছে। কিন্তু ভাল ব্যাটসম্য়ান নেই। পুরো পৃথিবী চলছে পেশাদার ভঙ্গিতে। আজ রান করতে পারলে টাকা নিয়ে যাও। কাল আবার রান করলে টাকা পাবে। তোমরা পেশাদার ক্রিকেটার। রান না করলে টাকা নেবে কেন? এই ব্যাপারটা পাকিস্তান ক্রিকেট বোর্ডকে নিশ্চিত করতে হবে। জাতীয় দলের হয়ে খেলার আগে পেশাদার মানসিকতা নিয়ে আসতে হবে।''

আরও পড়ুন-  করোনা মোকাবিলায় মাঠে নেমে পড়লেন মাস্টার ব্লাস্টার, হাত ধোয়ার সঠিক পদ্ধতিও বলে দিলেন

ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো দলগুলির কথা বলতে গিয়ে মিঁয়াদাদ বলেন, ''বিশ্বের প্রথম সারির দলগুলি সিরিজ বাই সিরিজ ভিত্তিতে দল সাজায়। পাকিস্তানই বিশ্বের একমাত্র দল যেখানে একটা সেঞ্চুরির পর ১০টি ম্যাচ খেলা নিশ্চিত হয়ে যায় একজন ব্যাটসম্যানের। এই প্রবণতা যতদিন থাকবে পাকিস্তান ক্রিকেটের উন্নতি সম্ভব নয়। পিসিবিকে এই ব্য়াপারে আরও সচেতন হতে হবে। একজন ক্রিকেটার টানা ব্যর্থ হওয়ার পরও কেন সুযোগ পাবে!''

.