ICC World Cup 2019: বিশ্বকাপের সেরা একাদশে নেই বিরাট কোহলি! দলে দুই ভারতীয়

বিশ্বকাপের সেরা একাদশে জায়গা করে নিলেন চ্যাম্পিয়ন ইংল্যান্ড দলের চার ক্রিকেটার।

Updated By: Jul 15, 2019, 05:47 PM IST
ICC World Cup 2019: বিশ্বকাপের সেরা একাদশে নেই বিরাট কোহলি! দলে দুই ভারতীয়

নিজস্ব প্রতিবেদন: ক্রিকেটের মহাতীর্থে মেগা ফাইনালে সুপার ওভারে জয় ইংল্যান্ডের। ঘরের মাঠে বিশ্বকাপে বিশ্বচ্যাম্পিয়ন ব্রিটিশরা। রানার্স নিউ জিল্যান্ড। বিশ্বকাপের সেরা একাদশে জায়গা করে নিলেন চ্যাম্পিয়ন ইংল্যান্ড দলের চার ক্রিকেটার। রানার্স নিউ জিল্যান্ড থেকে রয়েছেন ২জন। ভারত এবং অস্ট্রেলিয়া থেকে রয়েছেন দুজন করে। বাংলাদেশের এক ক্রিকেটার বিশ্বকাপের সেরা একাদশে জায়গা করে নিয়েছেন। কিন্তু সেরা একাদশে জায়গা হয়নি ভারত অধিনায়ক বিরাট কোহলির।

বিশ্বকাপের সর্বোচ্চ রান স্কোরার ভারতীয় ওপেনার রোহিত শর্মার সঙ্গে দলে দ্বিতীয় ওপেনার হিসেবে রয়েছেন ইংল্যান্ডের জেসন রয়। তিন নম্বরে নিউ জিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। তিনিই বিশ্বকাপ একাদশ দলেরও অধিনায়ক। চার নম্বরে রয়েছেন বিশ্বকাপের সেরা অলরাউন্ডার বাংলাদেশের সাকিব আল হাসান। এরপর ইংল্যান্ডের জো রুট এবং ব্রিটিশ অল রাউন্ডার বেন স্টোকস। দলে উইকেটরক্ষক হিসেবে জায়গা করে নিয়েছেন অ্যালেক্স ক্যারে। এই দলে কোনও স্পিনারের জায়গা হয়নি। চার পেসার অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক, ইংল্যান্ডের জোফ্রা আর্চার, নিউ জিল্যান্ডের লকি ফার্গুসন এবং ভারতের জশপ্রীত বুমরাহ। দলে দ্বাদশ ব্যক্তি হিসেবে রয়েছেন নিউ জিল্যান্ডের ট্রেন্ট বোল্ট।

বিশ্বকাপের প্রথম একাদশে থাকা ক্রিকেটারদের পারফরম্যান্স একনজরে-
রোহিত শর্মা (ভারত): ৬৪৮ রান, গড় ৮১.০
জেসন রয় (ইংল্যান্ড): ৪৪৩ রান, গড় ৬৩.২৮
কেন উইলিয়ামসন (নিউ জিল্যান্ড): ৫৭৮ রান, গড় ৮২.৫৭
জো রুট (ইংল্যান্ড): ৫৫৬ রান, গড় ৬১.৭৭
সাকিব আল হাসান (বাংলাদেশ): ৬০৬ রান, ১১ উইকেট
বেন স্টোকস (ইংল্যান্ড): ৪৬৫ রান, ৭ উইকেট
অ্যালেক্স ক্যারে (অস্ট্রেলিয়া): ৩৭৫ রান, ২০টি শিকার (উইকেটরক্ষক)
মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া): ২৭ উইকেট
জোফ্রা আর্চার (ইংল্যান্ড): ২০ উইকেট
লকি ফার্গুসন (নিউ জিল্যান্ড): ২১ উইকেট
জশপ্রীত বুমরাহ (ভারত): ১৮ উইকেট

আরও পড়ুন - বিরাট কোহলি, রোহিত শর্মা দুজনেই ক্যাপ্টেন! নতুন ভাবনায় বিসিসিআই

 

.