'ডার্বি' ম্যাচে ছাড়, ডেম্পো ম্যাচে মাঠের বাইরেই থাকবেন সোনি নর্ডি
জটিলতা কাটল। ২৮ মার্চ ডার্বিতে খেলবেন সোনি নর্ডি। শুধু ডেম্পো ম্যাচে নির্বাসিত থাকবেন হাইতির এই স্ট্রাইকার।
ওয়েব ডেস্ক: জটিলতা কাটল। ২৮ মার্চ ডার্বিতে খেলবেন সোনি নর্ডি। শুধু ডেম্পো ম্যাচে নির্বাসিত থাকবেন হাইতির এই স্ট্রাইকার।
আই লিগের ফিরতি বড় ম্যাচে সোনি নর্ডির খেলা নিয়ে জটিলতা কাটল। বৃহস্পতিবার ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটি জানিয়ে দিল মোহনবাগানের তারকা স্ট্রাইকার এক ম্যাচই নির্বাসিত থাকবেন। যার ফলে ২৮ মার্চ ডার্বি ম্যাচে সোনির খেলা নিয়ে আর কোনও বাধা রইল না। সোনি খেলতে পারবেন না যুবভারতীতে ডেম্পো ম্যাচের বিরুদ্ধে। গোয়ায় ডেম্পোর বিরুদ্ধে শেষ ম্যাচে নির্মল ছেত্রীকে হাত চালিয়ে লালকার্ড দেখতে হয়েছিল সবুজ-মেরুনের এই বিদেশিকে। সেই ম্যাচের রেফারি রিপোর্ট পাওয়ার পর তা শৃঙ্খলারক্ষা কমিটিতে পাঠিয়ে দেয় ফেডারেশন। তা দেখে সোনিকে শোকজ করার সিদ্ধান্ত নেয় এন এ খানের নেতৃত্বাধীন শৃঙ্খলারক্ষা কমিটি। বুধবার সঙ্গে সঙ্গে নিঃশর্ত ক্ষমা চেয়ে নেন সোনি নর্দি। সোনি চিঠি দিয়ে অনুরোধ করেন তাঁর ম্যাচ সাসপেনসনের সংখ্যা যেন বাড়ানো না হয়। কারণ ২৮ মার্চ ডার্বি ম্যাচ খেলবেন বলে ওই দিনই হাইতির জাতীয় দলের হয়ে খেলার ডাক পেয়েও তার দেশের ফেডারেশনকে জানিয়ে দিয়েছিলেন দেশের হয়ে খেলতে যাবেন না তিনি। ক্ষমা চাওয়ার পাশাপাশি সব দিক বিবেচনা করে সোনিকে একটা মাত্র ম্যাচই মাঠের বাইরে রাখল ফেডারেশেনর শৃঙ্খলারক্ষা কমিটি। একই সঙ্গে ডেম্পো ম্যাচ ভিডিও ফুটেজ দেখে কমিটির মনে হয়েছে সোনি ইচ্ছাকৃতভাবে হাত চালায়নি।