ছিটকে গেলেন ভূপতি-সানিয়া জুটি

অস্ট্রেলিয়ান ওপেন থেকে ছিটকে গেলেন মহেশ ভূপতি-সানিয়া মির্জা জুটি। মিক্সড ডাবলসের সেমিফাইনালে হেরে যান ভারতীয় জুটি।

Updated By: Jan 27, 2012, 09:59 PM IST

অস্ট্রেলিয়ান ওপেন থেকে ছিটকে গেলেন মহেশ ভূপতি-সানিয়া মির্জা জুটি। মিক্সড ডাবলসের সেমিফাইনালে হেরে যান ভারতীয় জুটি। মার্কিন যুক্তরাষ্ট্রের মাটেক আর রোমানিয়ার হোরিয়া টিকাউ জুটির কাছে স্ট্রেট সেটে হেরে যান ২০০৯ সালের চ্যাম্পিয়ন সানিয়া-ভূপতি।
সানিয়াদের ৬-৩, ৬-৩ ব্যবধানে হারিয়ে ফাইনালে জায়গা করে নেন অষ্টম বাছাই মাটেক আর টিকাউ। মাত্র ৬৮ মিনিটেই ম্যাচ জিতে নেন তারা। গোটা ম্যাচে ২৪টা উইনার মারেন মাটেকরা। অপরদিকে ভূপতি-সানিয়ার উইনারের সংখ্যা ছিল ১৭।

.