Novak Djokovic: স্বস্তি পেলেন জোকার, যুক্তরাষ্ট্র ওপেনে নামবেন ২২বারের গ্রান্ড স্ল্যাম জয়ী

চোটের কারণে মিয়ামি ওপেন খেলতে পারবেন না রাফায়েল নাদাল। তাই মিয়ামি ওপেনের সংগঠকরা জোকোভিচকে চেয়েছিলেন। সংবাদ সংস্থা রয়টার্সের দাবি, ফ্লোরিডার গভর্নর এবং দুই সেনেটর ফোন করে বাইডেন প্রশাসনের সংশ্লিষ্ট আধিকারিকদের অনুরোধ করেছিলেন জোকোভিচকে আমেরিকায় প্রবেশের অনুমতি দেওয়ার জন্য। 

Edited By: সব্যসাচী বাগচী | Updated By: Apr 1, 2023, 09:03 PM IST
Novak Djokovic: স্বস্তি পেলেন জোকার, যুক্তরাষ্ট্র ওপেনে নামবেন ২২বারের গ্রান্ড স্ল্যাম জয়ী
যুক্তরাষ্ট্র ওপেনে খেলতে পারেন নোভাক জোকোভিচ। ফাইল চিত্র

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: করোনা টিকা (Covid 19 Vaccine) না নেওয়ার সিদ্ধান্তে অটুট থাকায় বেশ কিছু টুর্নামেন্ট মিস করেছিলেন নোভাক জোকোভিচ (Novak Djokovic)। সাম্প্রতি সময় মার্কিন যুক্তরাষ্ট্রে ইন্ডিয়ানা পোলিস ও মায়ামি ওপেন তিনি খেলার অনুমতি পাননি। তবে জোকোভিচ ভক্তদের জন্য সুখবর হল, তিনি যুক্তরাষ্ট্র ওপেনে ((US Open 2023) খেলতে পারবেন। 

বিশ্বের কোটি কোটি মানুষ করোনা ভ্যাকসিন নিলেও জোকেভিচ কেন যেন গোঁ ধরে বসে আছেন। তিনি কিছুতেই এই টিকা নেবেন না এবং তাঁকে বাধ্য করা হলেও সেটা মানবেন না! তাঁর বক্তব্য ছিল, এটা নিয়ে জোর করার অর্থ হল তার ব্যক্তিস্বাধীনতায় হস্তক্ষেপ করা। এই কারণেই গতবার অস্ট্রেলীয় ওপেনে না খেলেই তাঁকে ফিরতে হয়েছিল। এমনকি মেলবোর্নে মামলা করেও লাভ হয়নি। তবে বিশ্বের বেশ কিছু দেশ সাম্প্রতিক সময়ে করোনাবিধি শিথিল করায় পরিস্থিতির পরিবর্তন হয়েছে।

আরও পড়ুন: PBKS vs KKR, IPL 2023: 'পঞ্চনদীর তীরে' একরাশ লজ্জা, রাজাপক্ষে-অর্শদীপের পঞ্জাবের কাছে ডাকওয়ার্থ লুইস নিয়মে সাত রানে হারল কেকেআর

আরও পড়ুন: Virat Kohli and Sunil Chhetri, IPL 2023: বন্ধু বিরাটের সঙ্গে সুনীলের রিইউনিয়ন, অনুশীলনে দারুণ ক্যাচ নিলেন 'ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক'

গত প্রায় দুই বছর ধরে এই করোনা টিকা না নেওয়া ইস্যু ঘিরে বিতর্কে সময় কেটেছে জোকোভিচের। এরপর টেনিসের মূলস্রোতে অনেকটাই ফিরে রাফায়েল নাদালের সর্বাধিক মেজর জয়ের রেকর্ড ছুঁয়েছেন। এবার স্প্যানিশ তারকাকে ছাপিয়ে যাওয়ার সুযোগ জোকোভিচের সামনে। যুক্তরাষ্ট্র সিনেট গত বুধবার তাদের করোনা বিধি বাতিল করেছে। এখন আর দেশটিতে প্রবেশের ক্ষেত্রে করোনা টিকা নেওয়ার বাধ্যবাধকতা থাকছে না। তাই কিছুটা অপ্রত্যাশিত ভাবেই জোকোভিচ যুক্তরাষ্ট্র ওপেনে খেলার সুযোগ পেয়ে গেলেন জোকার। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.