T20 World Cup Final: জানুন কখন ও কোথায় কীভাবে দেখবেন New Zealand vs Australia মহারণ

সম্মুখ সমরে খেতাবি লড়াইয়ে মুখোমুখি কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড ও অ্যারন ফিঞ্চের অস্ট্রেলিয়া।

Updated By: Nov 13, 2021, 08:01 PM IST
T20 World Cup Final: জানুন কখন ও কোথায় কীভাবে দেখবেন New Zealand vs Australia মহারণ
নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া টি-২০ বিশ্বকাপের ফাইনাল

নিজস্ব প্রতিবেদন: ২৮ দিনে ৪৪ ম্যাচের পর ১৪ দল বিদায় নিয়েছে টি-২০ বিশ্বকাপ থেকে (T20 World Cup 2021) । নিজেদের যোগ্যতা প্রমাণ করে ফাইনালে উঠেছে নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া (NZ vs AUS)। সম্মুখ সমরে খেতাবি লড়াইয়ে মুখোমুখি কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড ও অ্যারন ফিঞ্চের অস্ট্রেলিয়া। এই প্রতিবেদনে রইল কখন আর কীভাবে কোথায় দেখবেন হেভিওয়েট মহারণ।

কবে নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া টি-২০ বিশ্বকাপের ফাইনাল (T20 World Cup Final)?
রবিবার অর্থাৎ ১৪ নভেম্বর নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া টি-২০ বিশ্বকাপের ফাইনাল (T20 World Cup Final) অনুষ্ঠিত হবে।

কখন নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া টি-২০ বিশ্বকাপের ফাইনাল (T20 World Cup Final)?
নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া টি-২০ বিশ্বকাপের ফাইনাল (T20 World Cup Final) হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। 

আরও পড়ুন: ICC's Hall of Fame: অনন্য় সম্মানে ভূষিত Jayawardene-Pollock-Brittin

কোথায় হবে নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া টি-২০ বিশ্বকাপের ফাইনাল (T20 World Cup Final)?
নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া টি-২০ বিশ্বকাপের ফাইনাল (T20 World Cup Final) হবে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে। 

টিভিতে কোন চ্যানেলে দেখানো হবে নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া টি-২০ বিশ্বকাপের ফাইনাল (T20 World Cup Final)?
নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া টি-২০ বিশ্বকাপের ফাইনাল (T20 World Cup Final) দেখাবে Star Sports 1/1 HD, Star Sports 2/2 HD, Star Sports 1 Hindi/1 Hindi HD চ্যানেলে।

অনলাইনে কোথায় দেখা যাবে নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া টি-২০ বিশ্বকাপের ফাইনাল (T20 World Cup Final)?
অনলাইনে নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া টি-২০ বিশ্বকাপের ফাইনাল (T20 World Cup Final) দেখা যাবে Disney+ Hotstar অ্যাপে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

.