NZvsIND: দশ-এ ১০, Jim Lekar, Anil Kumble-র তালিকায় নাম লেখালেন Azaz Patel

ইতিহাসে নাম লেখালেন আজাজ প্যাটেল। 

Updated By: Dec 4, 2021, 04:46 PM IST
NZvsIND: দশ-এ ১০, Jim Lekar, Anil Kumble-র তালিকায় নাম লেখালেন Azaz Patel
জন্মস্থান মুম্বইতে এক ইনিংসে ১০ উইকেট নিলেন আজাজ প্যাটেল। ছবি: টুইটার

নিজস্ব প্রতিবেদন: জিম লেকর (Jim Lekar) ও অনিল কুম্বলের (Anil Kumble) পর টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক ইনিংসে ১০ উইকেট নিলেন আজাজ প্যাটেল (Azaz Patel)। ভারতের (Team India) বিরুদ্ধে চলতি ওয়াংখেড়ে টেস্টের লাঞ্চের পরেই এই বিশেষ কীর্তি গড়েন নিউজিল্যান্ডের (New Zealand) বাঁহাতি স্পিনার। এমন ঐতিহাসিক পারফরম্যান্সের পর তাঁর বোলিং ফিগার ৪৭.৫-১২-১১৯-১০। এর ফলে ভারতের প্রথম ইনিংস ৩২৫ রানে শেষ হয়ে য়ায়। 

বিদেশের মাটিতে তিনি একমাত্র বোলার, যিনি এই কৃতিত্ব অর্জন করলেন। অজাজের আগে ভারতের মাটিতে আট উইকেট নেওয়ার কৃতিত্ব রয়েছে নেথান লায়ন, লান্স ক্লুজনার, সিকান্দার বখত এবং জেসন ক্রেজার।

আরও পড়ুন: INDvsNZ: ব্রেনফ্রেড! অদ্ভুত কান্ড ঘটিয়ে হাসির খোরাক Ravichandran Ashwin! ভিডিও ভাইরাল

টেস্ট ক্রিকেটের ১৪৪ বছরের ইতিহাসে মাত্র তিন বার এক ইনিংসে ১০ উইকেট নেওয়ার ঘটনা সামনে এল। ওল্ড ট্রাফোর্ড, ফিরোজ শাহ কোটলার পর ওয়াংখেড়ে এমন ঐতিহাসিক ঘটনার সাক্ষী থাকল। 

টেস্টে এক ইনিংসে ১০ উইকেট নেওয়ার নজির সবার গড়েছিলেন জিম লেকর। ১৯৫৬ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্টের দ্বিতীয় ইনিংসে ৫৩ রানে ১০ উইকেট নিয়েছিলেন ইংল্যান্ডের এই অফ স্পিনার। শুধু তাই নয়, সেই টেস্টের প্রথম ইনিংসেও দাপট দেখিয়েছিলেন জিম লেকর। নিয়েছিলেন ৩৭ রানে ৯ উইকেট। সেই টেস্টে মোট ১৯ উইকেট নিয়েছিলেন তিনি। 

দ্বিতীয় ঘটনা ঘটেছিল এর ঠিক ৪৩ বছর পর ১৯৯৯ সালে। কোটলা টেস্টে পাকিস্তানের বিরুদ্ধে ৭৪ রানে ১০ উইকেট নিয়ে দ্বিতীয় বোলার হিসেবে এমন নজির গড়েছিলেন কুম্বলে। সেই টেস্টের প্রথম ইনিংসেও সাফল্য পেয়েছিলেন জাম্বো। নিয়েছিলেন ৭৫ রানে ৪ উইকেট। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 

.