NZvsBAN: নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম বার টেস্ট জিতে ইতিহাস গড়ল বাংলাদেশ
নিউজিল্যান্ডের মাটিতে যে কোনও ফরম্যাটেই এটি টাইগার্সদের প্রথম জয়।
নিজস্ব প্রতিবেদন: আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড। সেই কিউইদের তাদেরই ঘরের মাঠে হারিয়ে টেস্টে ঐতিহাসিক এক জয় পেল বাংলাদেশ। নিউজিল্যান্ডের মাটিতে যে কোনও ফরম্যাটেই এটি টাইগার্সদের প্রথম জয়।
বুধবার ভোরে মাউন্ট মঙ্গানুইয়ে আয়োজিত প্রথম টেস্টের শেষ দিনে ৮ উইকেটের বড় জয় পেয়েছে মমিনুল হকের দল। কিউইদের দেওয়া ৪০ রানের টার্গেটে ২ উইকেট হারিয়েই পৌছে যায় বাংলাদেশ। টেস্ট জেতার ঐতিহাসিক মুহূর্তের সময় ক্রিজে লড়ছিলেন মমিনুল ও অভিজ্ঞ মুশফিকুর রহিম।
বাংলাদেশ ২০০১ সাল থেকে নিউজিল্যান্ড সফর করছে। মাউন্ট মাউনগানুইয়ে টেস্টের আগে তারা সব ফরম্যাটে ৩২টি ম্যাচ খেলেছে এবং সবকটিতেই হেরেছে। ১৬ বারের চেষ্টার পরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ফরম্যাটে এটাই তাদের প্রথম জয়।
আরও পড়ুন, IPL 2022: এই ফ্র্যাঞ্চাইজির কোচ হলেন Andy Flower, মেন্টরের ভূমিকায় Gautam Gambhir
৫ উইকেটে ১৪৭ রান নিয়ে এ দিনের খেলা শুরু করে নিউজিল্যান্ড। তবে এবাদত হোসেন-তাসকিন আহমেদের আগুনে পেস বোলিংয়ের চাপে বেশিদূর এগোতে পারিনি নিউজিল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ১৬৯ রানে গুটিয়ে যায়। ৪৬ রানে ৬টি উইকেট নেন ডানহাতি পেসার এবাদত হোসেন। এছাড়া তাসকিন আহমেদের শিকার ৩ উইকেট। প্রথম ইনিংসে ১৩০ লিড নেওয়া বাংলাদেশের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ৪০ রানের।
লক্ষ্য তাড়া করতে নেমে বেগ পেতে হয়নি টাইগার্সদের। ১৬.৫ ওভারে ২ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌছে যায় বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে এটি প্রথম জয় টাইগারদের। মুুমিনুল হক ১৩ ও মুশফিকুর রহিম ৫ রানে অপরাজিত থাকেন। দ্বিতীয় ইনিংসে দুরন্ত বোলিংয়ের সুবাদে ম্যাচের সেরা হয়েছেন এবাদত হোসেন।