ক্রিকেটে বাংলার মন্দা কাটাতে হায়দ্রাবাদ ছেড়ে বাংলায় আসছে ওঝা

নয়া মরশুমে দুই সর্বভারতীয় অতিথিকে পেতে চলেছে বাংলার ক্রিকেট। স্পিন বোলিংয়ের শক্তি বাড়াতে হায়দ্রাবাদ ছেড়ে বাংলায় আসতে চলেছেন প্রজ্ঞান ওঝা। ইতিমধ্যেই হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের থেকে এনওসি চেয়েছেন ওঝা। অন্যদিকে অশোক মালহোত্রার বিকল্প খোঁজার কাজ শুরু করে দিয়েছেন সিএবি কর্তারা। লক্ষ্মী, মনোজদের দায়িত্ব নিতে আসতে পারেন ভারতের টি-২০ বিশ্বকাপজয়ী দলের কোচ লালচাঁদ রাজপুত। কোচ নির্বাচনের বিষয়ে অবশ্য মুখে কুলুপ এটেছেন সিএবি কর্তারা। এব্যাপারে শেষ কথা বলবেন সিএবির যুগ্মসচিব সৌরভ গাঙ্গুলি। এদিকে এবার সিএবির লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার পাচ্ছেন দিলীপ দোশি। রঞ্জি ট্রফিতে ৩১৮টি উইকেট পেয়েছেন প্রাক্তন এই স্পিনার।

Updated By: Jun 30, 2015, 08:49 PM IST
ক্রিকেটে বাংলার মন্দা কাটাতে হায়দ্রাবাদ ছেড়ে বাংলায় আসছে ওঝা

ওয়েব ডেস্ক: নয়া মরশুমে দুই সর্বভারতীয় অতিথিকে পেতে চলেছে বাংলার ক্রিকেট। স্পিন বোলিংয়ের শক্তি বাড়াতে হায়দ্রাবাদ ছেড়ে বাংলায় আসতে চলেছেন প্রজ্ঞান ওঝা। ইতিমধ্যেই হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের থেকে এনওসি চেয়েছেন ওঝা। অন্যদিকে অশোক মালহোত্রার বিকল্প খোঁজার কাজ শুরু করে দিয়েছেন সিএবি কর্তারা। লক্ষ্মী, মনোজদের দায়িত্ব নিতে আসতে পারেন ভারতের টি-২০ বিশ্বকাপজয়ী দলের কোচ লালচাঁদ রাজপুত। কোচ নির্বাচনের বিষয়ে অবশ্য মুখে কুলুপ এটেছেন সিএবি কর্তারা। এব্যাপারে শেষ কথা বলবেন সিএবির যুগ্মসচিব সৌরভ গাঙ্গুলি। এদিকে এবার সিএবির লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার পাচ্ছেন দিলীপ দোশি। রঞ্জি ট্রফিতে ৩১৮টি উইকেট পেয়েছেন প্রাক্তন এই স্পিনার।

.