"লর্ডসে ঘুরপাক জামা মানে দাদাগিরি!" সৌরভের 'ব্যালকনি কাণ্ডের' ১৮ তম জন্মদিন
লর্ডসের ব্যালকনিতে সৌরভ গাঙ্গুলির সেই জার্সি ওড়ানো সেদিন ক্রিকেট বিশ্বে আলোড়ন তুলেছিল। এক বাঙালি অধিনায়কের হাতধরে ভারতীয় ক্রিকেটকে নতুন দিশা দেখিয়েছিল, সন্দেহ নেই।
নিজস্ব প্রতিবেদন: ক্রিকেটের মহাতীর্থ - লর্ডসের ব্যালকনিতে সৌরভ গাঙ্গুলির জার্সি ওড়ানোর সেই ছবি!! ১৮ বছরেও অমলিন। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে আজও রোমহর্ষক এক দৃশ্য। ভারতীয় ক্রিকেটের পুনরুত্থানের এক ছবি। ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ডকেই হারিয়ে সৌরভ গাঙ্গুলির নেতৃত্বে ন্যাট ওয়েস্ট ট্রফি জিতেছিল টিম ইন্ডিয়া।
আজ সেই ন্যাটওয়েস্ট ট্রফি জয়ের ১৮ তম বছর। ২০০২ সালে লর্ডসে ন্যাট ওয়েস্ট ট্রফির ফাইনালে ইংল্যান্ডজের ৩২৫ রানের টার্গেট তাড়়া করতে নেমে শেষ ওভারে রুদ্ধশ্বাস জয়। আর তার পরেই লর্ডসের ব্যালকনিতে সৌরভের জার্সি ওড়ানোর সেই ঐতিহাসিক মুহূর্তকে আরও একবার তরতাজা করে তুলল বিসিসিআই। ১৮ বছর আগের সেই জয়ের মুহূর্তের আবেগকে উসকে দিয়ে টুইট বিসিসিআই-এর।
#OnThisDay in 2002.. #TeamIndia scripted history by winning the Natwest Trophy final at Lord's pic.twitter.com/jKeFXEmCgk
— BCCI (@BCCI) July 13, 2020
সৌরভের টিম ইন্ডিয়াকে কুর্নিশ জানিয়ে টুইট করেছে ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি-ও।
#OnThisDay in 2002, India secured a memorable victory over England in the NatWest series final at Lord's.
A brilliant century stand under pressure between Mohammad Kaif and Yuvraj Singh guided their side to a sensational two-wicket win with just three balls to spare pic.twitter.com/mNNS4jgAWY
— ICC (@ICC) July 13, 2020
লর্ডসের ব্যালকনিতে সৌরভ গাঙ্গুলির সেই জার্সি ওড়ানো সেদিন ক্রিকেট বিশ্বে আলোড়ন তুলেছিল। এক বাঙালি অধিনায়কের হাতধরে ভারতীয় ক্রিকেটকে নতুন দিশা দেখিয়েছিল, সন্দেহ নেই। লর্ডসের ব্যালকনি থেকেই যে বিশ্ব ক্রিকেটে অধিনায়ক সৌরভের 'দাদাগিরি' শুরু হয়েছিল বলে মনে করেন সিংহভাগই। কাকতলীয় হলেও এই লর্ডেই টেস্ট অভিষেকে শতরান করেছিলেন সৌরভ গাঙ্গুলি।
আরও পড়ুন- করোনা পরবর্তী ক্রিকেটে ক্যারিবিয়ানদের জয় নিয়ে 'বড় কথা' বললেন বিরাট কোহলি