বান্ধবীকে পরিকল্পিত খুনের মামলায় রেহাই পেলেন পিস্টোরিয়াস

অবশেষে স্বস্তি পেলেন অস্কার পিস্টোরিয়াস। বান্ধবীকে পরিকল্পিত খুনের মামলা থেকে রেহাই পেলেন অলিম্পিকের এই ব্লেড রানার। বৃহস্পতিবার এই মামলায় রায় দিয়েছে পিটোরিয়ার আদালত। পরিকল্পিত খুনের মামলায় অস্কারের বিরুদ্ধে পুলিস যথেষ্ট তথ্যপ্রমাণ দিতে পারেনি বলে মন্তব্য করেছেন বিচারক।

Updated By: Sep 11, 2014, 06:31 PM IST
বান্ধবীকে পরিকল্পিত খুনের মামলায় রেহাই পেলেন পিস্টোরিয়াস

ওয়েব ডেস্ক: অবশেষে স্বস্তি পেলেন অস্কার পিস্টোরিয়াস। বান্ধবীকে পরিকল্পিত খুনের মামলা থেকে রেহাই পেলেন অলিম্পিকের এই ব্লেড রানার। বৃহস্পতিবার এই মামলায় রায় দিয়েছে পিটোরিয়ার আদালত। পরিকল্পিত খুনের মামলায় অস্কারের বিরুদ্ধে পুলিস যথেষ্ট তথ্যপ্রমাণ দিতে পারেনি বলে মন্তব্য করেছেন বিচারক।

২০১৩ সালে অস্কারের বাড়িতে খুন হন তাঁর মডেল বান্ধবী রিভা স্টিনক্যাম্প। পিস্টোরিয়াস দাবি করেন, অন্ধকারে তিনি রিভাকে চিনতে পারেননি। ঘরে অন্য কেউ ঢুকেছে ভেবে গুলি চালান। গুলি লেগে মারা যান রিভা। খুনের অভিযোগ ছাড়াও বেআইনি আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে অস্কারের বিরুদ্ধে মামলা দায়ের হয়। ছ-মাস ধরে শুনানি, ৪০ জন সাক্ষীর বক্তব্য শোনার পর অবশেষে রায় ঘোষণা করল।। তবে অনিচ্ছাকৃত খুনের অভিযোগ থেকে এখনও মুক্তি পাননি অস্কার।

.