এটিকে-মোহনবাগানে নয়, বেঙ্গালুরু এফসি-তেই থেকে গেলেন এরিক পারতালু!
পারতালুকে পেতে ঝাঁপিয়েছিল আইএসএল চ্যাম্পিয়ন এটিকে।
নিজস্ব প্রতিবেদন: নিজের পুরনো ক্লাবেই থেকে গেলেন অজি মিডফিল্ডার এরিক পারতালু। এটিকে-মোহনবাগানে আসছেন না তিনি । দেশজুড়ে করোনা সংক্রমনের মধ্যেই বেঙ্গালুরু এফসি-র সঙ্গে আরও ২ বছরের জন্য চুক্তি বাড়ালেন পারতালু। ফলে ২০২১-২২ মরশুমের শেষ পর্যন্ত বেঙ্গালুরুতেই থাকবেন দীর্ঘদেহী এই মিডফিল্ডার।
The Journey Continues at this special club!
Thanks to all that made it happen and I can't wait to see you all next season! Stay safe pic.twitter.com/NLkr3AtoM4— ErikPaartalu (@ErikPaartalu) March 30, 2020
পারতালুকে পেতে ঝাঁপিয়েছিল আইএসএল চ্যাম্পিয়ন এটিকে। অসি মিডফিল্ডারের সঙ্গে কথাও এগিয়েছিল অনেক দূর। কিন্তু শেষ পর্যন্ত তারকা মিডফিল্ডারকে ধরে রাখতে সমর্থ হল সুনীলদের ক্লাব। ২০১৭ সাল থেকে বেঙ্গালুরুতে আছেন এরিক। মাঝমাঠের বড় ভরসা পারতালু। বেঙ্গালুরুর হয়ে আইএসএল জেতার পাশাপাশি সুপার কাপও জিতেছেন তারকা এই মিডফিল্ডার।
আরও পড়ুন - করোনা মোকাবিলায় সামিল ১৬ বছরের ভারতীয় ক্রিকেটার, বাংলার রিচা দিলেন এক লক্ষ টাকা অনুদান