কলম্বো টেস্টে পাকিস্তান অল আউট ১৩৮ রানে

গল টেস্ট স্মরণীয় জয়ের পর আবার পাকিস্তান ফিরল সেই অনিশ্চয়তার সরণিতে। কলম্বোয় দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই বেকাদায় পাকিস্তান। প্রথম ইনিংসে পাকিস্তান অল আউট হয়ে গেল মাত্র ১৩৮ রানে।

Updated By: Jun 25, 2015, 03:48 PM IST
কলম্বো টেস্টে পাকিস্তান অল আউট ১৩৮ রানে

ওয়েব ডেস্ক: গল টেস্ট স্মরণীয় জয়ের পর আবার পাকিস্তান ফিরল সেই অনিশ্চয়তার সরণিতে। কলম্বোয় দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই বেকাদায় পাকিস্তান। প্রথম ইনিংসে পাকিস্তান অল আউট হয়ে গেল মাত্র ১৩৮ রানে।

শততম টেস্ট খেলতে নেমে ইউনিস খান করলেন মাত্র ৬ রান। মাত্র চারজন পাক ব্যাটসম্যান দুই অঙ্কের রান করেন। দলের পক্ষে সর্বোচ্চ রান মহম্মদ হাফিজ (৪২)-এর। জীবনের দ্বিতীয় টেস্ট খেলতে পাঁচ উইকেট পেলেন শ্রীলঙ্কার অফ স্পিনার থারিন্দু কুশল। পেসার দামিকা প্রসাদ (৩/৪৩) প্রাথমিক ধাক্কাটা দেন।   

২ উইকেটে ৭৩ থেকে মাত্র ৬৫ রানের মধ্যে বাকি ৮ উইকেট পড়ে যায় পাকিস্তানের। শেষের দিকে ইয়াসির শাহ ১৫ রান না করলে পাকিস্তানের লজ্জা আরও বাড়ত।
 

.