মাথায় সপাটে লাগল বাউন্সার, মৃত্যু পাক ক্রিকেটারের
ওয়েব ডেস্ক। ফের মর্মান্তিক মৃত্যু ক্রিকেট মাঠে। মাথায় বাউন্সার লেগে মৃত্যুর কোলে ঢলে পড়লেন প্রতিশ্রুতিমান পাক ক্রিকেট। পাক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুসারে গত ১৪ অগাস্ট, পাক স্বাধীনতা দিবসে এক ম্যাচ চলাকাকে মৃত্যু হয়েছে জ়ুবিন আহমেদ নামে ওই ক্রিকেটারের।
কোয়েটা বিয়ারের হয়ে টি২০ ম্যাচে ব্যাট করছিলেন জ়ুবিন। তখনই তাঁর মাথায় এসে লাগে বাউন্সার। মৃত্যু হয় জ়ুবিনের। অফিশিয়াল ট্যুইটার অ্যাকাউন্টে ঘটনার সত্যতা স্বীকার করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
Tragic death of Zubair Ahmed is another reminder that safety gear i.e. helmet must be worn at all times. Our sympathies with Zubair's family pic.twitter.com/ZNmWDYaT5w
— PCB Official (@TheRealPCB) August 16, 2017
PCB-র তরফে ক্রিকেটারদের জন্য সেফটি গিয়ার কতটা আবশ্যিক তার ওপর জোর দেওয়া হয়েছে ওই পোস্টে। সঙ্গে সমবেদনা জানানো হয়েছে মৃত ক্রিকেটারের পরিবারকে।
ক্রিকেট মাঠে মৃত্যুর ঘটনা যদিও নতুন কিছু নয়। রমন লাম্বা থেকে ফিলিপ হিউজ, বার বার দুর্ভাগ্যজনক ঘটনার সাক্ষী হতে হয়েছে ক্রিকেটপ্রেমীদের। তার পর থেকে ক্রিকেটারদের হেলমেট পরা নিয়ে বিশেষ তৎপরতা শুরু করেছে ICC ও অন্যান্য ক্রিকেট সংস্থাগুলি। তবে জুবিন হেলমেট পরে ব্যাট করছিলেন কি না তা নিশ্চিতভাবে জানা যায়নি।