নির্বাসিত আজমলকেও বিশ্বকাপের প্রাথমিক দলে রাখল পাকিস্তান, আছেন শোয়েব মালিকও

অবৈধ অ্যাকশনের জন্য আইসিসি নির্বাসিত করলেও সঈদ আজমলকে বিশ্বকাপের প্রাথমিক ৩০ জনের দলে রাখল পাকিস্তান। বিতর্কিত এই অফ স্পিনারের বোলিং অ্যাকশন শুধরে নিয়ে বিশ্বকাপে খেলবেন এই আশা রেখেই প্রাথমিক দলে তাঁকে রাখা হল। সঈদ আজমলের পাশাপাশি দলে রাখা হয়েছে উইকেটকিপার ব্যাটসম্যান কামরন আকমলকেও। সহজ ক্যাচ নষ্টের জন্য যিনি দেশে বিদেশে সমালোচিত হয়েছেন। আজমলকে প্রাথমিক দলে রাখা হলেও ঠাঁই পাননি প্রতিশ্রুতিবান স্পিনার আবদুর রহমান। দলে আছেন শোয়েব মালিকও।

Updated By: Dec 6, 2014, 04:35 PM IST
নির্বাসিত আজমলকেও বিশ্বকাপের প্রাথমিক দলে রাখল পাকিস্তান, আছেন শোয়েব মালিকও

ওয়েব ডেস্ক: অবৈধ অ্যাকশনের জন্য আইসিসি নির্বাসিত করলেও সঈদ আজমলকে বিশ্বকাপের প্রাথমিক ৩০ জনের দলে রাখল পাকিস্তান। বিতর্কিত এই অফ স্পিনারের বোলিং অ্যাকশন শুধরে নিয়ে বিশ্বকাপে খেলবেন এই আশা রেখেই প্রাথমিক দলে তাঁকে রাখা হল। সঈদ আজমলের পাশাপাশি দলে রাখা হয়েছে উইকেটকিপার ব্যাটসম্যান কামরন আকমলকেও। সহজ ক্যাচ নষ্টের জন্য যিনি দেশে বিদেশে সমালোচিত হয়েছেন। আজমলকে প্রাথমিক দলে রাখা হলেও ঠাঁই পাননি প্রতিশ্রুতিবান স্পিনার আবদুর রহমান। দলে আছেন শোয়েব মালিকও।

৩০ জনের প্রাথমিক দল- মহম্মদ হাফিজ, আহমেদ শেহজাদ, নাসির জামশেদ, শারজিল খান, সামি আসলাম, মিসবা উল হক, ইউনিস খান, আসাদ সফিক, আজহার আলি, শোয়েব মাসুদ, ফাওয়াদ আলাম, হরিশ সোহেল, শোয়েব মালিক, উমর আকমল, মহম্মদ ইরফান, ওয়াহব রিয়াজ, জুনেইদ খান, উমর গুল, এহসান আদিল, মহম্মদ তালহা, সঈদ আজমল, জুলফিকর বাবর, রাজা হাসান, ইয়াসির শাহ, শাহদি আফ্রিদি, আনোয়ার আলি, বিলওয়াল ভাট্টি, শোয়েল তনবীর, সারফারাজ আমেদ, কামরন আকমল।

 

Squad:

Mohammad Hafeez, Ahmed Shehzad, Nasir Jamshed,Sharjeel Khan, Sami Aslam, Misbah-ul-Haq, Younis Khan, Asad Shafiq, Azhar Ali, Sohaib Maqsood, Fawad Alam, Haris Sohail, Shoaib Malik, Umar Akmal, Mohammad Irfan, Wahab Riaz, Junaid Khan, Umar Gul, Ehsan Adil, Mohammad Talha, Saeed Ajmal, Zulfiqar Babar, Raza Hasan, Yasir Shah, Shahid Afridi,Anwar Ali, Bilawal Bhatti, Sohail Tanvir, Sarfraz Ahmad, Kamran Akmal.

.