ভারত-পাক মহারণ দেখতে মাঠে থাকবেন ইমরান খান!
ইমরান প্রধানমন্ত্রী হিসাবে প্রথম বিদেশ যাচ্ছেন। সেই সফরেই তিনি উপস্থিত থাকবেন বুধবার দুবাইয়ে ভারত-পাক ম্যাচে।
নিজস্ব প্রতিবেদন : মাঠ থেকে রাজনীতির ময়দান হয়ে ফের কী মাঠে পাক প্রধানমন্ত্রী ইমরান খান? সূত্রের খবর, এবার এশিয়া কাপে দেশকে উদ্বুদ্ধ করতে বুধবার ভারত-পাক মহারণে মাঠে হাজির হবেন সদ্য নির্বাচিত পাক প্রধানমন্ত্রী।
জেনে নিন - এশিয়া কাপে আজ মহারণ : মুখোমুখি ভারত-পাকিস্তান
১৯৯২ সালে অস্ট্রেলিয়ায় বিশ্বকাপের আসরে অবসর ভেঙে ফিরে আসেন ইমরান খান। এলেন, দেখলেন আর বিশ্বজয় করলেন। বিশ্বকাপজয়ী সেই ইমরান এখন পুরোদস্তুর রাজনীতিবিদ। বহু লড়াইয়ের পর শেষ পর্যন্ত পাকিস্তানের রাজনৈতিক ক্ষমতার সিংহাসনে কিং খান। প্রাক্তন ক্রিকেট অধিনায়ক প্রতি ক্ষেত্রেই দেশকে উদ্বুদ্ধ করতে চান। পাক সংবাদমাধ্যম জিও টিভি সূত্রে খবর, ইমরান প্রধানমন্ত্রী হিসাবে প্রথম বিদেশ যাচ্ছেন। সেই সফরেই তিনি উপস্থিত থাকবেন বুধবার দুবাইয়ে ভারত-পাক ম্যাচে।
আরও পড়ুন - কোহলিকে বাদ দিলেও ভারত ভাল দল: সরফরজ আহমেদ
২০০৬ সালে দুবাইতে প্রথম ভারত-পাক সিরিজে ভারত জিতেছিল। ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে শেষবার দেখা হয়েছিল দুই দলের। তারপর আবার এশিয়া কাপে মুখোমুখি হতে চলেছে। আটের দশকে ইমরান খান অধিনায়ক হিসাবে ভারতের বিরুদ্ধে বেশিরভাগ ম্যাচ খেলেছেন। এবার মাঠে উপস্থিতি থাকবেন দেশের রাজনৈতিক অধিনায়ক হিসেবে। এই প্রসঙ্গে পাক অধিনায়ক সরফরাজ আহমেদ বলেন, "ওঁনার মতো ব্যক্তিত্ব (ইমরান খান) মাঠে থাকা মানে এটা ম্যাচের পক্ষেই ভালো৷ কারণ দুই দেশেই ইমরানের প্রচুর ভক্ত রয়েছে। আর যদি পাকিস্তান ক্রিকেটের পক্ষে বলেন, তাহলে বলব ওঁনার মতো ব্যক্তিত্বের উপস্থিতি আমাদের উদ্বুদ্ধ করবে।"