রূদ্ধশ্বাস জয়ে এশিয়া কাপ পাকিস্তানের

একটুর জন্য এশিয়া কাপ অধরা থেকে গেল বাঙালিদের। চ্যাম্পিয়ন হল পাকিস্তান। ফাইনালে বাংলাদেশের শের-ই-বাংলা স্টেডিয়ামে হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাংলাদেশকে ২ রানে হারাল মিসবা উল হকরা।

Updated By: Mar 22, 2012, 06:20 PM IST

একটুর জন্য এশিয়া কাপ অধরা থেকে গেল বাঙালিদের। চ্যাম্পিয়ন হল পাকিস্তান। ফাইনালে বাংলাদেশের শের-ই-বাংলা স্টেডিয়ামে হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাংলাদেশকে ২ রানে হারাল মিসবা উল হকরা। টসে জিতে পাকিস্তানকে প্রথম ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। ৫০ ওভারে পাকিস্তান ৯ উইকেটে ২৩৬ রান তোলে। পাক দলের হয়ে সর্বোচ্চ রান করেন সরফরাজ আমেদ। সরফরাজ ৪৬ রানে অপরাজিত থাকেন। জেতার জন্য শেষ ওভারে ৯ রান দরকার ছিল বাংলাদেশর।কিন্ত শেষরক্ষা হল না। বাংলাদেশ ৮ উইকেটে ২৩৪ রানে শেষ হল বাংলাদেশের ইনিংস। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৬৮ রান করেন শাকিব আল হাসান। ইকবাল তামিম করেন ৬০ রান।
পাকিস্তানের হয়ে ২২ বলে ৩০ এবং ১০ ওভারে ২৮ রান দিয়ে ১ উইকেট নিয়ে ম্যান ওফ দ্য ম্যাচ হয়েছেন শাহিদ আফ্রিদি। ম্যাচ ওফ দ্য সিরিজ বাংলাদেশের শাকিব আল হাসান। ২০০০ সালের পর এটা পাকিস্তানের দ্বিতীয় এশিয়া কাপ জয়। অন্যদিকে এই প্রথম এশিয়া কাপের ফাইনাল খেলল বাংলাদেশ।

.