বিশ্বকাপে প্রথম জয়ের স্বাদ পেয়ে ক্ষীণ আশায় মিসবারা
ওয়াহাব রিয়াজের অলরাউন্ড পারফরম্যান্সের সৌজন্যে অবশেষে বিশ্বকাপে জয়ের খাতা খুলল পাকিস্তান।
ওয়েব ডেস্ক: ওয়াহাব রিয়াজের অলরাউন্ড পারফরম্যান্সের সৌজন্যে অবশেষে বিশ্বকাপে জয়ের খাতা খুলল পাকিস্তান।
জিম্বাবোয়েকে ২০ রানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠার আশা জিইয়ে রাখলেন মিসবা উল হকরা। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৩৫ রান করেন মহম্মদ ইরফান, হ্যারিস সোহেল,মিসবা, ওয়াহাব রিয়াজেরা। ৭৩ রান করেন অধিনায়ক মিসবা। ৪৬ বলে ৫৪ রানের ঝড়ো ইনিংস খেলেন রিয়াজ।
জয়ের জন্য ২৩৬ রান তাড়া করতে নেমে ২২ রানের মধ্যে দুজন ওপেনারের উইকেট হারিয়ে চাপে পড়ে যায় জিম্বাবোয়ে। ব্রেনডন টেলার কিছুটা লড়াই চালালেও শেষ রক্ষা হয়নি আফ্রিকার দলটি। ব্যাটের পর বল হাতেও দুরন্ত পারফরম্যান্স করেন রিয়াজ। ৪ টি উইকেট নেন তিনি। ম্যাচ জিতে ৩ ম্যাচে ২ পয়েন্ট পাকিস্তানের। ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের কাছে হারের পর এই জয় স্বস্তি ফিরিয়েছে পাক শিবিরে।
ম্যাচের সেরা হন ওয়াহাব রিয়াজ।