WTC Final 2023 | Scott Boland: ডিউক বলে তিনি বিপক্ষের ত্রাস, বিশ্বযুদ্ধে কতটা ভয়ংকর হতে পারেন বোল্যান্ড?

Pat Cummins pins hopes on Scott Boland: প্যাট কামিন্স ও মিচেল স্টার্কের সঙ্গী হতে চলেছেন স্কট বোল্যান্ড। বুধবার থেকে শুরু হওয়া বিশ্বযুদ্ধে অস্ট্রেলিয়ার তুরুপের তাস বোল্যান্ড। ডিউক বলে তিনি হয়ে উঠতে পারেন বিপক্ষের ত্রাস। বিশ্বযুদ্ধে তিনি ভয়ংকর হবেন বলেই মনে করছেন প্রাক্তনরা।  

Updated By: Jun 7, 2023, 12:23 PM IST
WTC Final 2023 | Scott Boland: ডিউক বলে তিনি বিপক্ষের ত্রাস, বিশ্বযুদ্ধে কতটা ভয়ংকর হতে পারেন বোল্যান্ড?
স্কট বোল্যান্ডকে নিয়ে আশাবাদী কামিন্স

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্যাট কামিন্স (Pat Cummins), মিচেল স্টার্ক (Mitchell Starc) এবাং জোশ হ্যাজেলউডের (Josh Hazlewood) দুনিয়া কাঁপানো, বোলিং লাইন-আপকে ভারতের বিরুদ্ধে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (World Test Championship Final) খেলাতে পারছে না অস্ট্রেলিয়া। অ্যাশেজের কথা মাথায় রেখে চোটপ্রবণ হ্যাজেলউডকে বাদ দিয়েছে অস্ট্রেলিয়া। রোহিত শর্মাদের বিরুদ্ধে অজিদের ত্রিফলা হচ্ছেন- কামিন্স-স্টার্ক ও স্কট বোল্যান্ড (Scott Boland)। কামিন্স জানিয়ে দিয়েছেন যে, বোল্যান্ডকে নিয়েই প্রথম একাদশ হচ্ছে। বোল্যান্ডের ভূয়সী প্রশংসা করেছেন কামিন্স। এখন প্রশ্ন কেন বোল্যান্ডকে নিয়ে এত আলোচনা চলছে? ৩৪ বছরের পেসার ডিউক বলে তিনি বিপক্ষের ত্রাস। বিশ্বযুদ্ধে ভয়ংকর হতে পারেন এই জোরে বোলার। হাতে আর মাত্র কয়েক ঘন্টা। একটু পরেই ওভালের বাইশ গজে শুরু 'আল্টিমেট টেস্ট'। অস্ট্রেলিয়ার  বিরুদ্ধে বিশ্বের সেরা টেস্ট দল হওয়ার লড়াইয়ে টিম ইন্ডিয়া। প্যাট কামিন্স ও স্কট বোল্যান্ডের সঙ্গে স্টার্ক হতে চলেছেন অস্ট্রেলিয়ার ত্রিফলা। বিশ্বযুদ্ধে নামার আগে স্টার্ক জানালেন কেন তিনি আইপিল খেলেন না আর!

আরও পড়ুন: WTC Final 2023 | Mitchell Starc: টাকার মোহ কি নেই তাঁর! কেন আর খেলেন না আইপিএল? মুখ খুললেন অজি পেসার

বোল্যান্ড এখনও পর্যন্ত দেশের হয়ে সাতটি টেস্ট (২৮ উইকেট), ১৪ টি ওয়ানডে (১৬ উইকেট) ও ৩টি টি-২০ (৩ উইকেট) ম্যাচ খেলেছেন। কামিন্স ভূয়সী প্রশংসা করেছেন বোল্যান্ডের। অজি অধিনায়ক ম্যাচের আগের দিন বলেন, 'আশা করি বোল্যান্ড বিরাট প্রভাব ফেলবে। এই পরিবেশ ওর জন্য আদর্শ। কেউ ভাবতে পারে যে, ও ইংল্যান্ডে সেভাবে খেলেনি, কিন্তু একজন সিম বোলার ভালো জায়গায় বারবার বল করে গেলে পুরস্কার পাবেই। ও অসাধারণ বোলার। ভারতের মতো সাদামাটা উইকেটে ও প্রথম টেস্ট খেলে দারুণ ভালো পারফর্ম করেছিল। উইকেট থেকে ও সাহায্য পেলে বাকিটা বুঝে নিতে পারবে।' বোল্যান্ড সিম বোলার। আর খেলা হবে ডিউক বলে, হাতে সেলাই করা এই বলে সিম এবং আকৃতি দীর্ঘস্থায়ী হয়। ফলে সুইংও হয় বেশি। অনেকের মতেই বোল্যান্ড ভারতের বিরুদ্ধে ঝলসাতে পারবে।

১৫ সদস্যের অস্ট্রেলিয়া দল: প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারে (উইকেটকিপার), ক্যামেরন গ্রিন, মার্কাস হ্যারিস, জোশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, জোশ ইংলিস (উইকেটকিপার), উসমান খোয়াজা, মার্নাস লাবুশানে, ন্যাথান লিয়ঁ, টড মারফি, স্টিভ স্মিথ (ভাইস ক্যাপ্টেন), মিচেল স্টার্ক ও ডেভিড ওয়ার্নার। স্ট্যান্ড বাই প্লেয়ার্স: মিচেল মার্শ ও ম্য়াথিউ রেনেশ

১৫ সদস্যের ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, ঈশান কিশান, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, শ্রীকর ভরত (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দূল ঠাকুর, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমেশ যাদব ও জয়দেব উনাদকট। স্ট্যান্ড বাই প্লেয়ার্স: যশস্বী জয়সওয়াল, মুকেশ কুমার ও সূর্যকুমার যাদব

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.