Pele, FIFA World Cup 2022: পেলের শারীরিক অবস্থা নিয়ে তীব্র ধোঁয়াশা! কেমন আছেন? কী বলছেন তাঁর কন্যা?

২০২১ সালে অস্ত্রোপচার করে তাঁর শরীর থেকে কোলন বের করে দিলেও, মাঝেমধ্যেই ৮২ বছরের পেলে-কে হাসপাতালে যেতে হয়। মঙ্গলবার ব্রাজিলের সাও পাওলোর একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে পেলেকে। 

Updated By: Dec 1, 2022, 12:21 AM IST
Pele, FIFA World Cup 2022: পেলের শারীরিক অবস্থা নিয়ে তীব্র ধোঁয়াশা! কেমন আছেন? কী বলছেন তাঁর কন্যা?
ফের হাসপাতালে 'ফুটবল সম্রাট' পেলে। ফাইল চিত্র

জি ২৪ ঘণ্টা ডিজিট্যাল ব্যুরো: তিতের (Tite) ব্রাজিল (Brazil) চলতি কাতার বিশ্বকাপে (FIFA World Cup 2022) বেশ ভালোই এগিয়ে যাচ্ছে। তবে ব্রাজিল ফুটবলের শেষ কথা পেলে-র (Pele) শারীরিক অবস্থা কিন্তু মোটেও ভালো নয়। পেলের অবস্থা উদ্বেগজনক। ক্যানসারে আক্রান্ত পেলে-র শরীর অনেকটা ফুলে গিয়েছে। সঙ্গে রয়েছে  হৃদ্‌যন্ত্রের সমস্যা। যদিও তাঁর মেয়ে কেলি ন্যাসিমেন্টোর (Kely Nascimento) দাবি, তিনবারের বিশ্বকাপ জয়ী তাঁর বাবা এখন অনেকটা স্থিতিশীল। পেলের শারীরিক অবস্থা নিয়ে সংবাদমাধ্যমে যে খবর দেওয়া হচ্ছে, তা সত্য নয়। 

সূত্র মারফত জানা গিয়েছে,পেলের শরীর ফুলে যাওয়ায় তাঁকে আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরও কিছু পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তাঁর অসুস্থতা কতটা জটিল, সেটা জানা যাবে। পাশাপাশি পেলে হৃদ্‌রোগজনিত সমস্যাতেও ভুগছেন বলে জানানো হয়েছে। যদিও এই বিষয়ে পেলের ম্যানেজার এবং হাসপাতাল কর্তৃপক্ষ কোনও মন্তব্য করতে রাজি হয়নি। তবে সংবাদমাধ্যমটির সূত্র বলছে, পেলের শারীরিক অবস্থা উদ্বেগজনকই।    

আরও পড়ুন: FIFA World Cup 2022, FRA vs TUN: এমবাপেকে আগলে রাখার অতিরিক্ত আত্মবিশ্বাসের খেসারত, কাজরির গোলে ফ্রান্সের গরিমা ভাঙল টিউনিশিয়া

আরও পড়ুন: Cristiano Ronaldo, FIFA World Cup 2022: এমএলএস নয়, রেকর্ড ২২৫ মিলিয়ন মার্কিন ডলারে সৌদির আল নাসের ক্লাবে যাচ্ছেন 'সিআর সেভেন'

যদিও পেলে-র একমাত্র কন্যা কেলি ন্যাসিমেন্টো ইনস্টাগ্রামে লিখেছেন, 'বন্ধুরা কেমন আছেন? প্রচারমাধ্যমের লোকজন থেকে শুরু করে বাবা-র অনেক ভক্তরা ওঁর শারীরিক অবস্থার খবর জানতে চাইছেন। বাবা ওঁর নিয়মিত চিকিৎসার জন্য ফের হাসপাতালে ভর্তি হয়েছেন। অহেতুক চিন্তা করবেন না। আমার কয়েকজন ভাই-বোন এখন সেখানেই আছে। আমি বাবার সঙ্গে নতুন বছরের কয়েকটা ছবি অবশ্যই পোস্ট করব।' 

দীর্ঘদিন ধরেই কোলন টিউমারের চিকিৎসা চলছে পেলের। সেই টিউমার বাদ দেওয়া হলেও প্রতি মাসেই তাঁকে কেমোথেরাপি নিতে হয়। এবং সেইজন্যই নিয়মিত হাসপাতালেও ভর্তি হতে হয় তাঁকে। কিন্তু হৃদ্‌যন্ত্রের সমস্যার সঙ্গে এবার তাঁর মূত্রনালিতে সংক্রমণ হওয়ায়, হাসপাতালে ভর্তি হতে হয়েছিল পেলেকে। 

২০২১ সালে অস্ত্রোপচার করে তাঁর শরীর থেকে কোলন বের করে দিলেও, মাঝেমধ্যেই ৮২ বছরের পেলে-কে হাসপাতালে যেতে হয়। মঙ্গলবার ব্রাজিলের সাও পাওলোর একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে পেলেকে। সঙ্গে রয়েছেন তাঁর স্ত্রী মার্সিয়া আওকি, এক জন আয়া এবং পরিবারের কয়েকজন সদস্য। অতীতে একাধিক অসুস্থতার কারণে পেলেকে হাসপাতালে ভর্তি করানো হলেও শরীর ফুলে যাওয়ার ঘটনা এই প্রথম হয়েছে।

গত কয়েক দিন ধরে শরীরে অস্বস্তি হচ্ছিল পেলের। নিজে হাতে খেতেও পারছিলেন না তিনি। সোমবার রাতে বাড়াবাড়ি হওয়ায় মঙ্গলবার ভর্তি করানো হয় তাঁকে। চিকিৎসকেরা জানিয়েছেন, পেলের হৃদ্‌যন্ত্রের সমস্যা হচ্ছে। সেই কারণে তাঁর শরীর ফুলে গিয়েছে। চিকিৎসকেরা তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন। এর বেশি কিছু জানানো হয়নি হাসপাতাল থেকে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.