Cristiano Ronaldo, FIFA World Cup 2022: এমএলএস নয়, রেকর্ড ২২৫ মিলিয়ন মার্কিন ডলারে সৌদির আল নাসের ক্লাবে যাচ্ছেন 'সিআর সেভেন'

Cristiano Ronaldo: রোনাল্ডো এখনও মহামূল্যবান। প্রমাণ করে দিচ্ছে সৌদির একাধিক ক্লাব। পর্তুগিজ মহাতারকাকে নেওয়ার জন্য টাকার ঝুলি নিয়ে হাজির একাধিক ক্লাব। 

Updated By: Nov 30, 2022, 08:42 PM IST
Cristiano Ronaldo, FIFA World Cup 2022: এমএলএস নয়, রেকর্ড ২২৫ মিলিয়ন মার্কিন ডলারে সৌদির আল নাসের ক্লাবে যাচ্ছেন 'সিআর সেভেন'
তিনি এখনও মহা মূল্যবান। বুঝিয়ে দিচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ফাইল চিত্র

জি ২৪ ঘণ্টা ডিজিট্যাল ব্যুরো: মেজর লিগ সকারের (Major League Soccer) নয়। বরং কাতার বিশ্বকাপ (FIFA World Cup 2022) মিটে গেলেই সৌদি আরব চলে যাবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Crisrtiano Ronaldo)। সেখানে গিয়ে বিখ্যাত আল নাসের ক্লাব (Al Nassr) রেকর্ড ২২৫ মিলিয়ন মার্কিন ডলারে সই করে দেবেন পর্তুগালের (Portugal) মহাতারকা। এমনটাই দাবি করেছে স্পেনের বিখ্যাত ট্যাবলয়েড 'মার্কা'। স্প্যানিশ সংবাদমাধ্যম 'মার্কা' জানিয়েছে, দুই পক্ষের আলোচনা একেবারে শেষ পর্যায়ে। বছরে ২০ কোটি ইউরো বেতনে আগামি তিন বছরের জন্য রোনাল্ডোকে পেতে চাইছে এই ক্লাব। এর বিনিময়ে 'সিআর সেভেন'-কে (CR 7) মোট ২২৫ মিলিয়ন মার্কিন ডলার দেবে আল নাসের। মানে প্রতি মরসুমে রোনাল্ডো পাবেন ৭৫ মিলিয়ন মিলিয়ন মার্কিন ডলার করে। ফলে ৩৭ বছরের রোনাল্ডো ৪০ বছর পর্যন্ত সেখানে খেলতে পারবেন। এই চুক্তি স্বাক্ষর হয়ে গেলে ৩৭ বছর বয়সী রোনাল্ডোই হবেন বিশ্বের সবচেয়ে বেশি বেতন পাওয়া ফুটবলার।

বিশ্বকাপ খেলতে কাতারে পা রাখার সময়ও ম্যানচেস্টার ইউনাইটেডের (Manchester United) ফুটবলার ছিলেন তিনি। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে তাঁর একটি বিস্ফোরক সাক্ষাৎকারের সূত্রে ইউনাইটেডের সঙ্গে সম্পর্কে চিড় ধরে। সাক্ষাৎকারে ইউনাইটেড কোচ এরিক টেন হ্যাগ (Erik Ten Hag), ম্যান ইউ-দের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা ও মালিকপক্ষের সমালোচনা করেন তিনি। এর জেরে দুই পক্ষের পারস্পরিক সমঝোতায় চুক্তি বাতিলের খবর আসে।

আরও পড়ুন:  Cristiano Ronaldo | FIFA World Cup 2022: রোনাল্ডোকেই চাই, ঝাঁপিয়েছে সৌদির ক্লাবগুলি! বিশ্বকাপের মাঝে রেকর্ড অংকের প্রস্তাব

আরও পড়ুন: Lionel Messi and Crisrtiano Ronaldo: মেসি-রোনাল্ডো কি একসঙ্গে মেজর লিগ সকারে? সামনে চলে এল আসল তথ্য

পর্তুগীজ মহাতারকা অবশ্য গত মরসুমেই ম্যান ইউ ছাড়তে চেয়েছিলেন। তবে সংবাদমাধ্যম জানিয়েছে, পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীকে কোনও ইউরোপীয় ক্লাব নিতে রাজি হয়নি। সেই সময় সৌদি আরবের ক্লাব আল–হিলাল তাঁর প্রতি আগ্রহ দেখিয়েছিল। পিয়ার্স মরগ্যানকে দেওয়া সাক্ষাৎকারে রোনাল্ডো জানিয়েছিলেন নিশ্চিত করেন, ৩৫ কোটি ইউরোয় সৌদির একটি ক্লাব তাঁকে প্রস্তাব দিয়েছিল। তখন উয়েফা চ্যাম্পিয়নস লিগে খেলতে ইউরোপের ক্লাব খুঁজছিলেন তিনি।  

মার্কা-র আরও দাবি, এই মুহূর্তে ক্লাবহীন রোনাল্ডোকে এবার আরও বড় অঙ্কের প্রস্তাব দিয়েছে সৌদির আল নাসের , যা ইউরোপ বা যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের যে কেনও ক্লাবের চেয়ে কয়েক গুণ বেশি। ইউরোপের বড় কোনও ক্লাবেরও আগ্রহ না থাকায় আল নাসেরকে সবুজ সঙ্কেত দেন তিনি। 

সৌদির ফুটবল লিগে আল নাসের সবচেয়ে সফল ক্লাব। জিতেছে ৯টি ট্রফি। প্রিন্স ফয়সাল বিন তুর্কির মালিকানাধীন ক্লাবটির বর্তমান কোচ রোমা ও মার্শেইয়ের সাবেক কোচ রুডি গার্সিয়া। ৩২ বছর বয়সী স্প্যানিশ সেন্টারব্যাক আলভারো গঞ্জালেস এবং কলম্বিয়ান গোলকিপার ডেভিড ওসপিনাও এই ক্লাবেই খেলেন। মূলত পৃথিবীর বাকি ফুটবল লিগগুলোর সঙ্গে পাল্লা দেওয়ার জন্যই রোনাল্ডোকে মাঠে নামিয়ে দিতে চায় আল নাসের। এমনটাই মনে করছে ফুটবল মহল।  

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.