বার্সেলোনায় ফিরছেন 'রাজনীতিক' পেপ গুয়ার্দিওলা

ফের বার্সেলোনায় ফিরতে চলেছেন পেপ গুয়ার্দিওলা। তবে ফুটবল ময়দানে নয়। রাজনীতির ময়দানে দেখা যাবে বর্তমান বায়ার্ন মিউনিখ কোচকে।

Updated By: Jul 24, 2015, 12:54 PM IST
বার্সেলোনায় ফিরছেন 'রাজনীতিক' পেপ গুয়ার্দিওলা

ওয়েব ডেস্ক: ফের বার্সেলোনায় ফিরতে চলেছেন পেপ গুয়ার্দিওলা। তবে ফুটবল ময়দানে নয়। রাজনীতির ময়দানে দেখা যাবে বর্তমান বায়ার্ন মিউনিখ কোচকে।

আসন্ন ক্যাটালানের স্থানীয় নির্বাচনে প্রার্থী হিসাবে নামতে চলেছেন পেপ। স্পেন থেকে আলাদা করে ক্যাটালুনিয়াকে একটি স্বাধীন রাষ্ট্রের দাবিতে নির্বাচন লড়তে চলেছেন প্রাক্তন বার্সেলোনা কোচ। সেপ্টেম্বরে হবে এই নির্বাচন।

একসময় স্পেনের বার্সলোনার হয়েই গলা ফাটিয়েছিলেন ফুটবল কোচ পেপ গুয়ার্দিওলা। তাবড় তাবড় কোচদের ফুটবল স্ট্র্যাটিজি তাঁর ফুটবল ছকে হার মেনেছে। দলকে একের পর এক ট্রফি জিতিয়ে দায়িত্ব ছেড়েছেন পেপ। বর্তমানে জার্মানির ফুটবল ক্লাব বায়ার্ন মিউনিখের কোচ তিনি। এবার আরও একবার তিনি বার্সালোনায় ফিরছেন। তবে এই লড়াই মাঠের নয়। ক্যাটালুনিয়ার স্বাধীনতার জন্য রাজনীতির মত কঠিন লড়াইয়ে পেপ। 

.