Cricket: কেরিয়ারে ২৫০ আন্তর্জাতিক উইকেট, এখন এই ক্রিকেটার চালান মুদির দোকান!

Picked Over 250 International Wickets, This Former Cricketer Runs A Supermarket: ১৩ বছর চুটিয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন ক্রিস মার্টিন এখন বেছে নিয়েছেন অন্য জীবন। আন্তর্জাতিক ক্রিকেটে ২৫৮ উইকেটের মালিক চালান মুদির দোকান!  

Updated By: Jul 19, 2023, 03:05 PM IST
Cricket: কেরিয়ারে ২৫০ আন্তর্জাতিক উইকেট, এখন এই ক্রিকেটার চালান মুদির দোকান!
ছিলেন ক্রিকেটার হলেন দোকানদার

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ১০-১২ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলার পর, সাধারণত কোনও ক্রিকেটার তাঁর সন্ন্যাস জীবন শুরু করেন। কেরিয়ারের দ্বিতীয় ইনিংস হিসেবে হয় তিনি কোচিংয়ের ভূমিকা বেছে নেন, নাহলে মাইক্রোফোন হাতে ক্রিকেট বিশেষজ্ঞ হিসেবেই কাজ করেন। তবে এমনও কিছু ক্রিকেটার থাকেন, যাঁরা ক্রিকেট ছাড়ার পর বাধ্য হয়ে কিংবা স্বেচ্ছায় বেছে নেন এক অন্য জীবন। একটু খোঁজ নিলে দেখা যাবে, বাইশ গজে এরকম অনেক দৃষ্টান্তই আছে, যেখানে ক্রিকেট ছাড়ার পর সেই ক্রিকেটার হয় ট্যাক্সি চালাচ্ছেন, নয় বাস চালাচ্ছেন। এমনও হয়েছে যে, কেউ হয়ে গিয়েছেন ছুতোর মিস্ত্রি। তবে এমন এক প্রাক্তন ক্রিকেটার রয়েছেন, যাঁর তিন ফরম্যাট মিলিয়ে ঝুলিতে রয়েছে আড়াইশোর উপর আন্তর্জাতিক উইকেট। অথচ তিনি এখন চালান মুদির দোকান! হ্যাঁ ঠিকই পড়লেন। কথা হচ্ছে প্রাক্তন নিউজিল্যান্ডের ক্রিকেটার ক্রিস্টোফার স্টুয়ার্ট মার্টিন ওরফে ক্রিস মার্টিনকে (Christopher Stewart Martin) নিয়ে। 

আরও পড়ুন: EXPLAINED | ICC: রাজস্বের সিংহভাগই ভারতের পকেটে, দ্বিগুণ পেয়েও কেন কাঁদছে পাকিস্তান?

আইপিএল প্রজন্মের কাছে ক্রিস মার্টিন পরিচিত নন। নিউজিল্য়ান্ডের হয়ে ২০০০-২০১৩ সাল পর্যন্ত খেলা ক্রিস ৭১টি টেস্টে নিয়েছেন ২৩৩ উইকেট। রিচার্ড হেডলি ও ড্যানিয়েল ভেত্তোরির পর ক্রিস তাঁর দেশের তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন। ক্রিস ছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক এমএস ধোনির কাছে কাঁটা। ক্রিসের নিখুঁত লাইন-লেন্থে বল করে ধোনিকে একাধিকবার নাস্তানাবুদ করেছেন। আউট করেছেন অনায়াসে। ৪০ বছর পর্যন্ত ক্রিস ক্রিকেট খেলেছেন। কিন্তু ৩৫ বছর বয়স থেকেই অবসর জীবনের পরিকল্পনা ভেবে ফেলেছিলেন তিনি। খেলা ছাড়ার পর একাধিক বিকল্প জীবিকা বেছে নেওয়ার থাকলেও, ক্রিস বেছে নিয়েছেন মুদির দোকান। নিউজিল্যান্ডের রিটেইল চেইন ফুডস্টাফসের ফ্র্যাঞ্চাইজি নিয়ে ক্রিস ইস্টবোর্নে এক সুপারমার্কেট খুলেছেন। অতীতে ক্রিস তাঁর অধিনায়কের কথা মাথায় রেখে উইকেট নেওয়ার জন্য় মাথা খাটাতেন, এখন ভাবেন কোন তাকে তিনি কী রাখবেন সাজিয়ে। ২০১৯ সাল থেকেই ক্রিস নিউজিল্যান্ডের একাধিক জায়গায় মিনি স্টোর শুরু করেছিলেন। কিন্তু অবশেষে তিনি বড় স্টোর পেয়েছেন করতে। নিজের দোকান নিয়ে তিনি খুব খুশিতেই জীবন অতিবাহিত করছেন।

আরও পড়ুন: Rohit Sharma: বাতাসে ছিল দলে বদলের গন্ধ, এবার খোদ অধিনায়ক দিলেন সিলমোহর!

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

 

.