গোলাপি বলের দিন রাতের টেস্ট এবার ভারতে, প্রথম প্রতিপক্ষ কিউইরা

এবছর প্রথম দিন রাতের টেস্ট ম্যাচ খেলতে চলেছে ভারত। এমনই ইঙ্গিত দিয়েছেন বোর্ড সচিব অনুরাগ ঠাকুর। এবছরের শেষ নাগাদ নিউজিল্যান্ডের বিরুদ্ধে দিন রাতের একটি টেস্ট খেলবে ভারত। তার আগে দলীপ ট্রফিকে দিন রাত টেস্টের ট্রায়াল হিসেবে কাজে লাগাতে চায় বিসিসিআই। গোলাপি বলে স্পিনাররা কেমন বল করেন তা দেখতেই দলীপ ট্রফি দিন রাতের  করতে চাইছে বোর্ড।

Updated By: Apr 21, 2016, 07:05 PM IST
গোলাপি বলের দিন রাতের টেস্ট এবার ভারতে, প্রথম প্রতিপক্ষ কিউইরা

ওয়েব ডেস্ক: এবছর প্রথম দিন রাতের টেস্ট ম্যাচ খেলতে চলেছে ভারত। এমনই ইঙ্গিত দিয়েছেন বোর্ড সচিব অনুরাগ ঠাকুর। এবছরের শেষ নাগাদ নিউজিল্যান্ডের বিরুদ্ধে দিন রাতের একটি টেস্ট খেলবে ভারত। তার আগে দলীপ ট্রফিকে দিন রাত টেস্টের ট্রায়াল হিসেবে কাজে লাগাতে চায় বিসিসিআই। গোলাপি বলে স্পিনাররা কেমন বল করেন তা দেখতেই দলীপ ট্রফি দিন রাতের  করতে চাইছে বোর্ড।
                                 
দিন রাতের টেস্টের প্রস্তুতির জন্য ভারতীয় দলের প্রথম সারির ক্রিকেটারদের দলীপ ট্রফিতে খেলাতে চান বোর্ড কর্তারা।

উল্লেখ্য, প্রথম পিঙ্ক বল টেস্টের আয়জন করা হয়েছিল অস্ট্রেলিয়াতে। নিউজিল্যান্ড বনাম অস্ট্রেলিয়া দিন-রাত টেস্ট সিরিজে জয়ী হয়েছিল অসিরা। 

.